কলকাতা: আজ পয়লা বৈশাখ। প্রতি বছরই এই দিনে ময়দানে উৎসবের আমেজ চোখে পড়ে। ময়দানের বড় বড় ক্লাবগুলি এইদিনই বার পুজো করে থাকে। এবারও তাঁর অন্যথা হল না। শনিবার সকালে ধুমধাম করে মোহনবাগান ক্লাবে (Mohun Bagan) আয়োজিত হল বার পুজো। এই বছর সবুজ-মেরুন তাঁবুতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনীল গাওস্কর (Sunil Gavaskar)।
চুনী গোস্বামী গেট উদ্বোধন
প্রতি বছরের ন্যায় এ বছরও বার পুজোর পাশাপাশি মোহনবাগান ক্লাবের তরফে আগেভাগেই জানানো হয়েছিল আজকেই ক্লাবের নবনির্মিত প্রধান প্রবেশদ্বার 'চুনী গোস্বামী গেট'-র (Chuni Goswami Gate) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। সেই মতোই এদিন সকাল সকাল সবুজ-মেরুন তাঁবুতে পৌঁছে যান 'লিটল মাস্টার', ফিতে কেটে গেটের উদ্বোধন করেন তিনি। এরপরেই তাঁর হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক, মিষ্টির হাঁড়ি। প্রাক্তন ভারতীয় অধিনায়ক একটি ব্যাটে অটোগ্রাফ দেন।
ধন্যবাদ জ্ঞাপন
প্রাক্তন ভারতীয় অধিনায়ক এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আপ্লুত। তিনি সকলকে নববর্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, 'ভারতীয় ফুটবলের একজন আইকন চুনী দার নামাঙ্কিত এই গেটের উদ্বোধন করতে পারাটা আমার কাছে পরম সৌভাগ্যের। আমার ওঁর বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছিল। আমায় এই সুযোগটা দেওয়ার জন্য মোহনবাগানের সকলকে অনেক অনেক ধন্যবাদ।'
তিনি আরও যোগ করেন, 'আমার ছেলে (রোহন গাওস্কর) ভীষণ বড় মোহনবাগান সমর্থক। আমাকে যখন এই অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানানো হয়, তখন ও খবরটা শুনে কিন্তু দারুণ খুশি হয়েছিল। আমি এই সুযোগ পাওয়ায় আপ্লুত। আমার মতে চুনী গোস্বামী ভারতীয় ফুটবলের ব্র্যাডম্যান। তাঁর নামাঙ্কিত গেট উদ্বোধন করাটা তাই আমার কাছে দারুণ গর্বের। আবারও তাই সকলকেই এই সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাব।'
প্রসঙ্গত গাওস্করের পাশাপাশি এই অনুষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের তথ্য প্রযুক্তি ও পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়, বিদুৎ, ক্রীড়া ও যুব কল্য়াণ মন্ত্রী অরূপ বিশ্বাসরা ছিলেন। উপস্থিত ছিলেন প্রয়াত কিংবদন্তির স্ত্রী বাসন্তী গোস্বামীও।
আরও পড়ুন: পার্পল ক্যাপ-র দৌড়ে এখনও শীর্ষে চাহালই, কত নম্বরে রয়েছেন নারাইনরা?