নয়াদিল্লি: টিভি শোয়ে মহিলাদের সম্পর্কে হার্দিক পাণ্ড্য ও লোকেশ রাহুলের আপত্তিকর মন্তব্য নিয়ে বিতর্ক মিটছে না। আগামীকাল বিসিসিআই-এর বৈঠকে এ বিষয়ে আলোচনা হতে চলেছে। সুপ্রিম কোর্ট নিযুক্ত ওম্বাডসম্যান ডি কে জৈনকে তদন্তভার দেওয়া হতে পারে। তিনিই হার্দিক ও রাহুলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
বিসিসিআই-এর প্রশাসক কমিটির চেয়ারম্যান বিনোদ রাই জানিয়েছেন, ‘ওম্বাডসম্যান নিয়োগের পর এই প্রথম প্রশাসক কমিটির পূর্ণাঙ্গ বৈঠক হতে চলেছে। আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব।’
বিসিসিআই-এর প্রশাসক কমিটির নয়া সদস্য লেফটেন্যান্ট জেনারেল রবি থোড়গে এই প্রথম বৈঠকে হাজির থাকবেন। এই বৈঠকে হার্দিক ও রাহুলের বিষয়টি ছাড়াও আইপিএল, সন্ত্রাসবাদীদের মদত দেওয়া দেশগুলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আর্জি আইসিসি-র খারিজ করে দেওয়া নিয়েও আলোচনা হতে পারে।
আগামীকাল বিসিসিআই-এর বৈঠক, হার্দিক-রাহুলের বিতর্কিত মন্তব্য নিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হবে ওম্বাডসম্যানকে
Web Desk, ABP Ananda
Updated at:
06 Mar 2019 07:44 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -