নয়াদিল্লি: অস্ট্রেলিয়ায় বিরুদ্ধে সিরিজে যে টিম কম্বিনেশন ব্যবহার করা হয়েছে, তার পুনরাবৃত্তি আগামী বিশ্বকাপে নাও হতে পারে। এমনই মন্তব্য করলেন ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ। উল্লেখ্য, আগামী ৩০ মে ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু হচ্ছে। আগামীকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ তথা পঞ্চম একদিনের ম্যাচ খেলতে নামবে ভারত। বিশ্বকাপের আগে দলের প্রথম একাদশে বেশ কয়েকটি জায়গায় পরীক্ষানিরীক্ষার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ভারত। সিরিজের চূড়ান্ত ম্যাচের আগে ভরত অরুণ বলেছেন, এখনকার কম্বিনেশনই যে বিশ্বকাপে ব্যবহার করা হবে, তার মানে নেই। একটা ভারসাম্যযুক্ত দল যাতে গড়া যায় সেজন্য বিভিন্ন জায়গায় খেলোয়াড়রা কেমন পারফর্ম করে তা দেখতে জেনে নিতে হবে। এর বেশি কিছু বলেননি বোলিং কোচ। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে, ইংল্যান্ডে বিশ্বকাপে কম্বিনেশন সম্পর্কে নিশ্চিত ভারতীয় দল। তিনি বলেছেন, কম্বিনেশন সম্পর্কে দল মোটামুটি নিশ্চিত। তবে বিশ্বকাপের আগে  সমস্ত বিকল্প নিয়ে পরীক্ষা করতে চাই। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে আমরা কী চাইব, সে বিষয়ে চূড়ান্ত নিশ্চিত হতে চাইছি। গত দুটি ম্যাচেই বোলাররা ৩০০-র বেশি রান দিয়েছেন। এ ব্যাপারে সমালোচনার জবাব দিতে গিয়ে অরুণ বলেছেন, ভুলে যাওয়া উচিত নয় যে, ভারতের সাফল্যের হার ৭৫ শতাংশ। তবে তিনি জানাতে ভোলেননি যে, এটা দলের কাছে একটা ওয়েক আপ কল। তিনি বলেছেন, এরকম হতে পারে। তবে আমি খুশি যে, এখন এটা ঘটল। কারণ, বিশ্বকাপের আগে কোন কোন জায়গায় উন্নতি দরকার তা দেখিয়ে দিয়েছে এই ঘটনা। বোলিং কোচ বলেছেন, বোলিং ও ব্যাটিং-উভয় ক্ষেত্রেই  কয়েকটি জায়গায় আমাদের সমস্যার সমাধানের দরকার। যাই-ই ঘটুক না কেন, আমাদের ইতিবাচক থাকতে হবে। সিরিজ থেকে বেশ কিছু শিক্ষা নেওয়া গিয়েছে। ৩৫৯ রান তাড়া করে অ্যাশটন টার্নারের অপরাজিত বিধ্বংসী ৪৩ বলে ৮৪ রানের দৌলতে অস্ট্রেলিয়া গত ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছে। অরুণ বলেছেন, শিশির ও পরিকল্পনার সঠিক প্রয়োগ না হওয়ায় এমনটা ঘটেছে। অরুণ বলেছেন, আমাদের পরিকল্পনা তৈরি ছিল। আমি অজুহাত দিচ্ছি না। শিশির ম্যাচেরই অঙ্গ। এটা গ্রহণ করে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। টার্নারের বিরুদ্ধে পরিকল্পনা অনুযায়ী বল করতে পারিনি। এ ধরনের পরিস্থিতি ফের এলে দল ভাল ফল করবে বলে আমি নিশ্চিত।