দুবাই: চোট যেন তাড়া করে বেড়াচ্ছে অলরাউন্ডার কেদার যাদবকে। এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে রান তাড়া করার সময় হ্যামস্ট্রিংয়ের চোট পেলেন তিনি।
প্রায় তিনমাস হ্যামস্ট্রিংয়ে চোট সারিয়ে সদ্যই দলে ফিরেছিলেন কেদার। ব্যাটিংয়ের সময় বল মিড অফে ঠেলে দ্রুত রান নিতে গিয়ে ফের সেই একই চোট পেলেন তিনি।
সঙ্গে সঙ্গে ফিডিও প্যাট্রিক ফারহার্ট মাঠে ছুটে আসেন। কিছুক্ষণ পর ফের ব্যাটিং শুরু করেন কেদার। কিন্তু রান নিতে প্রচণ্ড অসুবিধার মুখে পড়েছিলেন। খুঁড়িয়ে খুঁড়িয়ে ছুটতে হচ্ছিল। শেষপর্যন্ত রিটায়ার্ড হার্ট হন তিনি।
কিন্তু জয়ের জন্য ২২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একেবারে শেষমুহূর্তে কেদারকে ফের প্রয়োজন হয়। চাপের মুখে চোটের যন্ত্রনা নিয়েই দলের প্রয়োজনে ব্যাট হাতে ফের নামেন। শেষ বলেও দৌড়েই রান নিলেন। চোয়ালচাপা লড়াই করেই ভারতকে জয় এনে দিলেন কেদার।
বিসিসিআই-এর এক আধিকারিক বলেছেন, ডান হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে কেদারের। এর আগে বাম হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছিলেন তিনি।স্ক্যান করে কেদারের চোট সংক্রান্ত পরিস্থিতি কয়েকদিনের মধ্যে জানানো হবে।
উল্লেখ্য, এর আগে আইপিএলে চলাকালে চোট পেয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছিলেন কেদার। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের দলেও চোটের জন্য রাখা হয়নি তাঁকে।
ম্যাচের পর কেদার বলেছেন, এটা গ্রেড ১ বা গ্রেড ২ চোট। দেখা যাক, কাল কী হয়।