নয়াদিল্লি: বিশ্বকাপের পর কমনওয়েলথ গেমস। দেশকে ফের গর্বিত করলেন হরিয়ানার ১৬ বছরের মেয়ে মনু ভাকর। আজ ১০ মিটার এয়ার পিস্তল প্রতিযোগিতায় সোনা জিতেছেন তিনি। এর আগে আজই ৬৯ কেজি ভারোত্তোলনে সোনা জেতেন বারাণসীর পুনম যাদব। মহিলাদের টেবল টেনিসের দলগত বিভাগের ফাইনালে সিঙ্গাপুরকে ৩-১ হারিয়ে সোনা জিতল ভারত। এই দলে ছিলেন বাংলার মৌমা দাস।

১০ মিটার এয়ার পিস্তলেই রুপো জিতেছেন এ দেশের হিনা সিধু। সব মিলিয়ে কমনওয়েলথ গেমসে এখনও পর্যন্ত ভারত ৭টি সোনা, ২টি রুপো ও ৩টি ব্রোঞ্জ পদক জিতেছে। পদক তালিকায় আপাতত চার নম্বরে ভারত।



বেনারসের দাদুপুর গ্রাম থেকে উঠে আসা পুনমের বাবা পেশায় ছোট কৃষক। মেয়ের খেলার খরচ তুলতে চাষের ৪টে মহিষ বেচে দেন তিনি। বাবাকে হতাশ করেননি পুনম, আন্তর্জাতিক আঙিনায় তাঁর মুখ উজ্জ্বল করেছেন।

আজ মনু ও পুনমের সোনার পাশাপাশি ভারত্তোলনের ৯৪ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন বিকাশ ঠাকুর। তিনি মোট ৩৫১ কেজি ওজন তুলেছেন। ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন রবি কুমার। এই ইভেন্টে রুপো পেয়েছেন বাংলাদেশের আবদুল্লা হেল বাকি। ব্যাডমিন্টনে মিক্সড টিম ইভেন্টের ফাইনালে উঠেছে ভারত। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন সাইনা নেহওয়াল। মূলত তাঁর এই পারফরম্যান্সের সুবাদেই সিঙ্গাপুরকে হারিয়ে দিয়েছে ভারত। বক্সিংয়ে মহিলাদের ৪৮ কেজি বিভাগের সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন এম সি মেরি কম।