বার্মিংহাম: আজ থেকেই শুরু হয়েছে কমনওয়েলথ গেমস ২০২২ (Commonwealth Games 2022)। ২২তম কমনওয়েলথ গেমসের প্রথম দিনেই প্রচুর ভারতীয় অ্যাথলিটরা নিজেদের দক্ষতা প্রদর্শন করবেন। ভারতীয় মহিলা টেবিল টেনিস দলও প্রথম দিনে নেমেছিল। আর নেমেই জয় পেলেন মণিকারা।


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই একেবারে দাপুটে ভঙ্গিমায় জয় অর্জন করে নিল ভারতীয় মহিলা টেবিল টেনিস দল। এদিন ডবলস ইভেন্টে প্রথমে খেলতে নামেন শ্রীজা অকুলা ও রিথ টেনিসন জুটি। তারা দক্ষিণ আফ্রিকান জুটি লেইলা এডওয়ার্ডস ও দনীশা পটেলের জুটিকে ১১-৭, ১১-৫, ১১-৫ স্কোরলাইনে স্ট্রেট গেমে পরাজিত করে। এর পরের ম্যাচে সিঙ্গেলসে নামেন মণিকা বাত্রা (Manika Batra)। তিনিও দাপটের সঙ্গে নিজের ম্যাচ জিতে নেন।


৩-০ জয়


২৭ বছর বয়সি মণিকা মুশফিকু কালামকে ১১-৫, ১১-৩, ১১-২ স্কোরলাইনে স্ট্রেট গেমে পরাজিত করেন। এই ম্যাচের ফলাফল দেখলেই ঠিক কতটা দাপটের সঙ্গে মণিকা বাত্রা তার প্রতিপক্ষকে পরাজিত করেন, তা খুব সহজেই বোঝা যায়। এর পরের ম্যাচে শ্রীজা অকুলা ডবলসে জয়ের পর সিঙ্গেলসে নিজের ম্যাচ খেলতে নামেন। সেখানেও জয় পান শ্রীজা। এর ফলে টানা তিন ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টাইও জিতে যায় ভারত।


দ্বিতীয় ম্যাচ


এরপরে রাতে ৮:৩০টার সময় দিনের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ভারতীয় মহিলা টেবিল টেনিস দল। তারা ফিজির বিরুদ্ধে নিজেদের ম্যাচ খেলবে। অপরদিকে, ভারতীয় পুরুষ দলও দুইটি ম্যাচ খেলবে আজ। প্রথমে বার্বাডোজের বিপক্ষে এবং তারপর রাত ১১টার সময় সিঙ্গাপুরের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ। ভারতীয় টেবিল টেনিস দল বাদে আজ ভারতীয় মহিলাদের ব্যাডমিন্টন দল, ক্রিকেট দলরাও নিজেদের ম্যাচ খেলছে। মহিলা ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে আট উইকেটের বিনিময়ে ১৫৪ রান করেছে।


আরও পড়ুন: মাঠে নামছেন স্মৃতিরা, শুরু হকি দলের অভিযান, প্রথম দিনে ভারতীয়দের ম্যাচের সম্পূর্ণ সূচি