বার্মিংহাম: আজ থেকে শুরু হচ্ছে ২২তম কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)। প্রথম দিনেই ভারতের হয়ে মাঠে নামছেন একগুচ্ছ অ্যাথলিট। প্রচুর ভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা যাবে ভারতীয়দের।


আজ প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারতের মহিলা ক্রিকেট দল (Indian Women's Cricket Team)। হরমনপ্রীত, স্মৃতি মন্ধনাদের তো খেলতে দেখা যাবেই, পাশাপাশি ভারতীয় মহিলা হকি দলকেও আজ তাদের প্রথম ম্যাচ খেলতে দেখা যাবে। এছাড়া মণিকা বাত্রা, শিব থাপারও আজ নিজেদের দক্ষতা প্রদর্শন করবেন। ভারতীয়দের গোটা দিনের সূচিটা দেখে নিন এক নজরে।


লন বলস


মহিলাদের সিঙ্গেলস (তানিয়া চৌধুরী), পুরুষদের ট্রিপলস, রাউন্ড ১- দুপুর ১


মহিলাদের সিঙ্গেলস (তানিয়া চৌধুরী), পুরুষদের ট্রিপলস, রাউন্ড ২- বিকেল ৪


ভারত বনাম ইংল্যান্ড (মহিলাদের ৪)-  সন্ধে ৭:৩০


ভারত বনাম মালয়েশিয়া (পুরুষদের জুটি)- সন্ধে ৭:৩০


ভারত বনাম কুক দ্বীপ (মহিলাদের ৪)-  রাত ১০:৩০


ভারত বনাম ফকল্যান্ড দ্বীপ (পুরুষদের জুটি)- রাত ১০:৩০


টেবিল টেনিস


ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (মহিলা)- দুপুর ২


ভারত বনাম বার্বাডোজ (পুরুষ)- বিকেল ৪:৩০


ভারত বনাম ফিজি (মহিলা)- রাত ৮:৩০


ভারত বনাম সিঙ্গাপুর (পুরুষ)- রাত ১১


সাঁতার 


পুরষদের ৪০০ মিটার ফ্রি স্টাইল (কুশাগ্র রাওয়াত)- দুপুর ৩:১১


পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাই (সজন প্রকাশ)-বিকেল ৪:০৩


পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক (শ্রীহরি নটরাজ)- বিকেল ৪:২৬


সাইক্লিং


পুরুষদের দলগত ৪০০০ মিটার কোয়ালিফায়িং- দুপুর ৩:২৫


মহিলাদের টিম স্প্রিন্ট কোয়ালিফায়িং- বিকেল ৪:১২


পুরুষদের টিম স্প্রিন্ট কোয়ালিফায়িং- বিকেল ৪:৪৬


ক্রিকেট 


ভারত বনাম অস্ট্রেলিয়া- দুপুর ৩:৩০


ট্রায়ালথন


আদর্শ এমএস, বিশ্বনাথ যাদব পুরুষদের ব্যক্তিগত স্প্রিন্ট ডিসটেন্স- দুপুর ৩:৩১


প্রঞ্জা মোহন, সঞ্জনা জোশি মহিলাদের ব্যক্তিগত স্প্রিন্ট ডিসটেন্স- সন্ধে ৭


জিমন্যাস্টিক্স


পুরুষদের দলগত ফাইনাল ও ব্যক্তিগত কোয়ালিফায়িং- বিকেল ৪:৩০


বক্সিং


শিব থাপা বনাম সুলেমান বালোচ (৬৩.৫ কেজি)- বিকেল ৫


হকি


ভারত বনাম ঘানা (মহিলা)- বিকেল ৫:৩০


ব্যাডমিন্টন


ভারত বনাম পাকিস্তান (মিক্সড)- সন্ধে ৬


স্কোয়াশ


মহিলাদের সিঙ্গলেস (অনাহত সিংহ)- রাত ১১


পুরুষদের সিঙ্গেলস (অভয় সিংহ)- রাত ১১:৪৫


প্যারা সাঁতার


পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক এস ৯ ফাইনাল (আশিস কুমার সিংহ)- রাত ১২: ১৮


আরও পড়ুন: বার্মিংহামে কমনওয়েলথ গেমসের জৌলুস বাড়িয়ে হাজির থাকবেন সৌরভ