বার্মিংহাম: ভারোত্তোলনে চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) ভারতের পদকের দৌড় অব্যাহত। এবার ১০৯ কেজি বা তার বেশি ওজনের বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের গুরদীপ সিংহ (Gurdeep Singh)। সব মিলিয়ে ৩০৯ কেজি ওজন তুললেন তিনি। পাকিস্তানের মহম্মদ নুর দস্তগীর ৪০৫ কেজি ওজন তুলে সোনা জিতেছেন। নিউজিল্যান্ডের অ্যান্ড্রু লিটি ৩৯৪ কেজি ওজন তুলে রুপো জিতেছেন।


কীভাবে এল পদক


স্ন্যাচে প্রথম ও তৃতীয় প্রচেষ্টায় ব্যর্থ হন গুরদীপ। তবে দ্বিতীয় প্রয়াসে ১৭৩ কেজি তুলেছিলেন তিনি। তালিকায় তিন নম্বরে ছিলেন। তারপর ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রয়াসে ২০৭ কেজি ওজন তোলেন। দ্বিতীয় প্রয়াসে ব্যর্থ হলেও তৃতীয় প্রচেষ্টায় ২২৩ কেজি ওজন তোলেন তিনি। পাকিস্তানের ভারোত্তোলক গেমস রেকর্ড গড়ে সোনা জেতেন।


ভারোত্তোলনে ১০ পদক


চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022)) ভারোত্তোলনে ফুল ফোটাচ্ছেন ভারতীয় অ্যাথলিটরা। বার্মিংহামে ভারতীয় ভারোত্তোলকরা দশটি পদক দিয়েছেন দেশকে। বুধবার, কমনওয়েলথ গেমসের ষষ্ঠ দিনে সকলের নজর ছিল লভপ্রীত সিংহের (Lovepreet Singh) দিকেও। যিনি পুরুষদের ১০৯ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ব্রোঞ্জ জিতে সকলের আস্থার মর্যাদা রাখলেন লভপ্রীত। ভারোত্তোলনে দশম পদকটি আনলেন গুরদীপ।


হাই জাম্পে ইতিহাস


ভারতের কোনও অ্যাথলিট কোনওদিন যা পারেননি, তাই করে দেখালেন তেজস্বীন শঙ্কর (Tejaswin Shankar)। কমনওয়েলথে গেমসে (Commonwealth Games) হাই জাম্পে পদক জিতলেন। এর আগে কমনওয়েলথ গেমসের মঞ্চে ভারতের কোনও অ্যাথলিট হাই জাম্পে পদক জিততে পারেননি। সেদিক থেকে দেখলে দৃষ্টান্ত তৈরি করলেন শঙ্কর।


শেষ মুহূর্তে অন্তর্ভুক্তি


তেজস্বীনকে ভারতীয় দলে রাখা হয়েছিল শেষ মুহূর্তে। কমনওয়েলথ গেমস শুরু হওয়ার ঠিক আগে তিনি যোগ্যতা অর্জন করেন। জাতীয় রেকর্ডের অধিকারী শঙ্কর হাই জাম্পের ফাইনালে ২.২২ মিটার লাফালেন। জিতে নিলেন ব্রোঞ্জ। বাহামার ডোনাল্ড থমাস ও ইংল্যান্ডের জোয়েল ক্লার্ক খানও ২.২২ মিটার লাফিয়েছিলেন। কিন্তু শঙ্কর একবারের প্রচেষ্টাতেই ২.২২ মিটার লাফিয়েছিলেন বলে তিনিই তৃতীয় হন। বাকি দুই অ্যাথলিট একাধিকবারের প্রচেষ্টায় ওই উচ্চতা স্পর্শ করেন।


আরও পড়ুন: স্কোয়াশে ব্রোঞ্জ জিতলেন সৌরভ ঘোষাল