বার্মিংহাম: রবিবার (৩১ জুলাই) কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) দ্বিতীয় স্বর্ণপদক এল ভারতের ঘরে। ভারোত্তোলনে ৬৭ কেজি বিভাগে ১৯ বছর বয়সি মিজোরামের তরুণ জেরেমি লালরিনুনগা (Jeremy Lalrinnunga) ভারতীয় হয়ে বার্মিংহামে সোনা জিতলেন।


'স্ন্যাচ'-এ জেরেমি নিজের প্রথম প্রয়াশেই ১৩৬ কেজি ওজন ওঠান। দ্বিতীয় প্রয়াশে কমনওয়েলথ গেমস রেকর্ড ১৪০ কেজি ভারোত্তোলনে সফল হন টিনএজার। এরপর তৃতীয় প্রয়াশে আরও বেশি, ১৪৩ কেজি ওজন তোলার চেষ্টা করেছিলেন বটে জেরেমি। তবে তাতে সাফল্য পাননি। এরপর 'ক্লিন এন্ড জার্ক'-এ ১৬০ কেজি ওজন তোলেন মিজোরামের ১৯ বছর বয়সি তরুণ। প্রতিযোগিতা চলাকালীন তাঁর পেশিতে টান ধরে এমনকী ওজন তোলার সময় কনুইয়ে চোটও লাগে বটে, তবে কোনওকিছুইতেই থামেননি জেরেমি। 


সামোয়ার ভাইপাভা লোয়ানের থেকে জেরি সাত কেজি বেশি ওজন তুলে সোনা জেতেন। নিজের প্রথম কমনওয়েলথ গেমসেই রেকর্ড গড়ে জয় পেয়েও নিজের পারফরম্য়ান্সে খুব একটা সন্তুষ্ট নন জেরেমি। সোনা জয়ের পর তিনি বলেন, 'আমি সোনার পদক জিতে খুশি, কিন্তু সন্তুষ্ট নই। সত্যি বলতে আরও ভাল পারফর্ম করব বলে আশা করেছিলাম। তবে দিনের শেষে দেশের জন্য সোনা জেতাটা সবসময়ই গর্বের।' 


 






তবে জেরেমি নিজে খুশি না হলেও, তার পারফরম্যান্সে উচ্ছ্বসিত গোটা দেশ। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) সেই তালিকায় সামিল। তরুণ ভারোত্তোলককে প্রশংসায় ভরিয়ে মোদি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক পোস্টে লেখেন, 'আমাদের যুবশক্তি ইতিহাস গড়ছে। জেরেমি লালরিনুনগাকে নিজের প্রথম কমনওয়েলথ গেমসেই সোনা জয় এবং অসাধারণ এক রেকর্ড গড়ার জন্য অনেক অভিনন্দন। এই অল্প বয়সেই ও দেশের নাম উজ্জল করেছে। ওর ভবিষ্য়তের জন্য অনেক শুভকামনা রইল।'


আরও পড়ুন: ভারোত্তোলন থেকেই এল দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে জিতলেন জেরেমি