বার্মিংহাম: কমনওয়লেথ গেমসে (Commonwealth Games 2022) ভারতীয় পুরুষ টেবিল টেনিস দলের দাপট অব্যাহত। টুর্নামেন্টে কোনও ম্যাচ না হেরে সেমিফাইনালে পৌঁছেছিলেন শরথ কমলরা। সেমিতে নাইজিরিয়ার বিরুদ্ধেও সেই দাপট ও রেকর্ড, দুইই অক্ষত রইল।


সোমবার, ১ অগাস্ট  নাইজিরিয়ার টেবিল টেনিস দলকে পরপর তিন ম্যাচে পরাজিত করে, মঙ্গলবার ফাইনালে নামার টিকিট পাকা করে নিল ভারতীয় পুরুষ টেবিল টেনিস দল। ভারতীয় প্যাডলাররা তিন ম্যাচে আগাগোড়া দাপট দেখান। প্রথমে ডাবলস ম্যাচে সাথিয়ান জ্ঞানসেকরন (Sathiyan Gnanasekaran) ও হরমীত দেশাই খেলতে নামেন। তাদের জিততে একেবারেই বেশি ঘাম ঝড়াতে হয়নি। ১১-৬, ১১-৭, ১১-৭ স্কোরলাইনে স্ট্রেট গেমে সহজেই প্রতিপক্ষ বদে আবিওদুন এবং ওলাজাইড ওমোটাওকে হারিয়ে দেন সাথিয়ানরা।


গুরুত্বপূর্ণ জয় শরথের


এরপর দ্বিতীয় ম্যাচে ভারতের অভিজ্ঞ প্যাডলার শরথ কমল (Sharat Kamal) মুখোমুখি হয়েছিলেন অরুণা কোয়াদ্রির। ভারতের টাই জয়ের জন্য এই সিঙ্গেলস ম্যাচ জেতা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। ৪০ বছর বয়সি শরত কিন্তু হতাশ করলেন না, চার গেমে জিতে নেন নিজের ম্যাচ। গোটা ম্যাচ জুড়েই হাড্ডাহাড্ডি লড়াই হয়। শরত প্রথম ১১-৯ জেতার পর, অরুণা দ্বিতীয় ৭-১১ স্কোরলাইনে নিজের নামে করেন। এরপর তৃতীয় গেমে শরত ফের একবার ১১-৮ স্কোরলাইনে জেতেন। চতুর্থ গেমে ম্যাচ বাঁচাতে মরিয়া নাইজিরিয়ান প্যাডলার লড়াই চালিয়ে যান। তবে তার হার না মানা নাছোড় মনোভাবের সুবাদেই শরত ১৫-১৩ স্কোরে গেম ও ম্যাচ নিজের নামে করেন।


আজ ফাইনাল


শরত ২-০ লিড এনে দেওয়ার পর, তৃতীয় ম্যাচে সাথিয়ান সিঙ্গেলসে জিতলেই ভারত ফাইনালে পৌঁছে যেত। এক গেম হারলেও সাথিয়ানও নিজের ম্যাচ জিতে নেন। তিনি ১১-৯, ৪-১১, ১১-৬, ১১-৮ স্কোরলাইনে ওলাজাইডকে হারান। ফলে টানা তিন ম্যাচ জিতে ভারত টাই জিতে যায়। এর ফলে আজ ফাইনালে সিঙ্গাপুরের মুখোমুখি হবে ভারতীয় পুরুষ টেবিল টেনিস দল। স্বর্ণপদকের এই ম্যাচ সন্ধে ৬টা থেকে শুরু হওয়ার কথা। 


আরও পড়ুন: বার্মিংহামে ভারোত্তোলকদের সাফল্য অব্যাহত, ভারতকে নবম পদক এনে দিলেন হারজিন্দর