বার্মিংহাম: ভারতীয় কুস্তির ইতিহাসে এরকম ঐতিহাসিক দিন আদৌ এসেছে কি না, অনেকেই মনে করতে পারছেন না। শুক্রবার স্মরণীয় হয়ে রইল ভারতীয় কুস্তির ইতিহাসে। যেদিন বার্মিংহামে কমনওয়েলথ গেমস (Commonwealth Games) থেকে এল তিনটি সোনা, একটি রুপো ও জোড়া ব্রোঞ্জ। 


পুরুষদের ১২৫ কেজি ফ্রি স্টাইল বিভাগের রেপেশাস ম্যাচ জিতে ব্রোঞ্জ পেলেন ভারতের মোহিত গ্রেওয়াল। প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি তিনি। কুস্তি থেকে ভারতের ষষ্ঠ পদক জয় নিশ্চিত করলেন তিনি।


মহিলাদের ৬৮ কেজি বিভাগের রেপেশাসে টঙ্গার টাইগার লিলিকে হারিয়ে ব্রোঞ্জ জিতলেন দিব্যা কাকরান। তাঁদের ম্যাচ শেষ হল মাত্র ৩০ সেকেন্ডে। এক মিনিটও স্থায়ী হয়নি লড়াই। প্রতিপক্ষকে পুরোপুরি মাটিতে ফেলে দেওয়ায় সরাসরি জয়ী ঘোষিত হন দিব্যা।


সোনাজয়ী ত্রয়ী


প্রতিপক্ষের ঝুলিতে যে শুধু কমনওয়েলথ গেমসে (CWG 2022) দুটি সোনা রয়েছে তাই নয়, তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন। আর ফাইনালে যদি পাকিস্তানের প্রতিপক্ষ হয়, তাহলে যে কোনও ভারতীয় অ্যাথলিটের বাড়তি অ্যাড্রিনালিন ক্ষয় হতে বাধ্য। দীপক পুনিয়াও অন্যথা নন। বার্মিংহামে কমনওয়েলথ গেমসে পুরুষদের ৮৬ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে পাকিস্তানের ইনাম বাটকে অবশ্য তিনি লড়াই করতেই দিলেন না। পাক প্রতিপক্ষকে ৩-০ হারিয়ে সোনা জিতলেন দীপক পুনিয়া। কমনওয়েলথ গেমসে ভারতের নবম সোনার পদক এল দীপক পুনিয়ার হাত ধরে।


চোট-আঘাতে দীর্ঘদিন জর্জরিত ছিলেন। সাক্ষী মালিকের কাছে এবারের কমনওয়েলথ গেমস (Commonwealth Games) ছিল প্রত্যাবর্তনের মঞ্চ। যে মঞ্চে জ্বলে উঠলেন সাক্ষী। প্রথম রাউন্ডে ০-৪ ব্যবধানে পিছিয়ে ছিলেন। তারপরেও হারিয়ে দিলেন কানাডার গডিনেজ গঞ্জালেসকে। জিতে নিলেন সোনা।


মহিলাদের ৬২ কেজি ফ্রি স্টাইল বিভাগের সেমিফাইনালে ক্যামেরনের ইটানি এনগোলে-কে টেকনিক্যাল সুপিরিয়রিটিতে ১০-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন সাক্ষী মালিক (Sakshi Malik)। ফাইনালে প্রথম রাউন্ডে তিনি ০-৪ পিছিয়ে পড়েন। কিন্তু তারপর এক প্যাঁচেই প্রতিপক্ষকে কাবু করে দেন। ছিনিয়ে নেন ম্যাচ। সোনা জিতেই জাতীয় পতাকা হাতে গোটা স্টেডিয়াম দৌড়লেন সাক্ষী।


তাঁর ওপর প্রত্যাশার পারদ ছিল গগনচুম্বী। হতাশ করেননি বজরঙ্গ পুনিয়া। পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে কানাডার লাচনাল ম্যাকনিলকে ৭-২ ব্যবধানে হারিয়ে দিলেন ভারতীয় পালোয়ান। প্রতিপক্ষকে কার্যত লড়াই করতে দেননি বজরঙ্গ। সোনা জিতে নিলেন তিনি।


আরও পড়ুন: কমনওয়েলথে ইতিহাস, প্রথম প্যারা টিটি তারকা হিসাবে পদক নিশ্চিত ভাবিনার