বার্মিংহাম: ২২তম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভারতীয় বক্সিং প্রতিনিধিত্ব বেশ মজবুত। নিখাত জারিন (Nikhat Zareen), লভলিন বড়গোঁহাই, শিবা থাপারা (Shiva Thapa) রয়েছেন এই বিভাগে। তবে রবিবার (৩১ জুলাই) নিখাত সাফল্য পেলেও, হতাশ করলেন শিবা। 


মহিলাদের বক্সিং বিশ্বচ্যাম্পিয়ন নিখাত জারিনই প্রথম ভারতীয় বক্সার হিসাবে এদিন রিংয়ে নামেন। তার তরুণ প্রতিদ্ধন্দ্বী নিখাতের বিরুদ্ধে তেমন লড়াই করতে পারেননি। সহজেই তাই নিজের ম্যাচ জিতে ৫০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় বক্সার। নিখাত লাইটওয়েট বিভাগে মোজাম্বিকের হেলেনা ইসমাইল বাগাওকে পরাজিত করেন। আরএসসি অর্থাৎ রেফারির প্রতিযোগিতা থামানোর মাধ্যমে নিজের ম্যাচ জিতে নেন নিখাত।


নিখাতের দাপট


শুরু থেকই দাপট দেখান নিখাত। অভিজ্ঞতার সুযোগ নিয়ে আগ্রাসী ভঙ্গিমায় দুই হাত দিয়েই ঘুষি মেরে প্রতিদ্বন্দ্বী চাপে ফেলে দেন। ম্যাচের একেবারে শেষ রাউন্ডেও এই ঘুষি মারা চলতে থাকে। ৪৮ মিনিট বাকি থাকতেই নিখাত তার প্রতিদ্বন্দ্বীর মুখে একাধিক ঘুষি মারতে সক্ষম হওয়ার পরই রেফারি বাধ্য হয়েই ম্যাচ থামিয়ে দেন। এর পরের ম্যাচে ডিফেন্ডিং কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন, নিউজিল্যান্ডের ট্রয় গার্টনের মুখোমুখি হবেন নিখাত। এই ম্যাচ জিততে পারলেই পদক নিশ্চিত ভারতীয় বক্সারের।


তবে সোনা জয় বাদে যে তিনি আর কিছুই ভাবছেন না, ম্যাচের পর তা স্পষ্ট করে জানিয়ে দেন নিখাত। তিনি বলেন, 'আমি নিজের প্রথম বাউট জিততে পারায় খুশি এবং পরবর্তী রাউন্ডগুলিতেও ভাল পারফর্ম করার জন্য মুখিয়ে রয়েছি। আর এক ম্যাচ জিতলেই আমি পদক পাব বটে, তবে এখানে আমার লক্ষ্য শুধুই সোনা জয়।'


শিবার হতাশাজনক পারফরম্যান্স


শিবা অপরদিকে ৬৩.৫ কেজি বিভাগে নিজের ম্যাচের শুরুটা ভালই করেছিলেন। তবে তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদকজয়ী, স্কটল্যান্ডের রিস লিঞ্চের বিরুদ্ধে ১-৪ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন। প্রথম রাউন্ডে শিবা তার প্রতিপক্ষের বিরুদ্ধে রীতিমতো দাপট দেখান। তবে পরের দুই রাউন্ডে ফোকাসের অভাব এবং কিছুটা অতিবিশ্বাসের জেরেই ডুবতে হয় ভারতীয় বক্সারকে। শেষ রাউন্ড শুরুর আগেও শিবা লড়াইয়ে ছিলেন। তবে তার প্রতিপক্ষ দারুণ আগ্রাসী ভঙ্গিমায় রাউন্ডটা শুরু করলে, শিবার কাছে রক্ষণ ছাড়া রাস্তা ছিল না। শেষমেশ ম্য়াচ হেরে যান তিনি।


আরও পড়ুন: ব্যাট হাতে স্মৃতির দাপট, হেলায় পাকিস্তানকে হারাল ভারত