নয়াদিল্লি: ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য হওয়া সত্ত্বেও আইপিএল-এ যথাক্রমে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের মেন্টর হওয়ায় স্বার্থের সংঘাতের অভিযোগে সচিন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মণকে নোটিস পাঠালেন বিসিসিআই-এর ওম্বাডসম্যান তথা এথিকস অফিসার ডি কে জৈন।
এর আগে দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে। তিনি সিএবি সভাপতি হওয়ার পাশাপাশি ক্রিকেট উপদেষ্টা কমিটিরও সদস্য। নোটিস পেয়ে জৈনের সামনে হাজিরা দেন সৌরভ। এবার সচিন ও লক্ষ্মণকেও হাজিরা দিতে হতে পারে।
সচিন ও লক্ষ্মণের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ আনেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার সদস্য সঞ্জীব গুপ্ত। এই অভিযোগের ভিত্তিতেই দুই প্রাক্তন ক্রিকেটারকে ২৮ তারিখের মধ্যে লিখিত জবাব দিতে বলেছেন জৈন। বিসিসিআই-এরও জবাব চেয়েছেন তিনি। এখনও পর্যন্ত এ বিষয়ে সচিন ও লক্ষ্মণের প্রতিক্রিয়া মেলেনি।
স্বার্থের সংঘাতের অভিযোগ, সচিন-লক্ষ্মণকে নোটিস বিসিসিআই-এর ওম্বাডসম্যানের
Web Desk, ABP Ananda
Updated at:
24 Apr 2019 09:40 PM (IST)
এর আগে দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -