নয়াদিল্লি: কংগ্রেসে যোগ দিয়েই বড় দায়িত্ব পেলেন কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া (Bajrang Punia)। অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেসের (All India Kisan Congress) কার্যকরী চেয়ারম্যান করা হল তাঁকে।
শুক্রবার রাতে কংগ্রেসের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হল, বজরঙ্গকে অল ইন্ডিয়া কিষাণ কংগ্রেসের (All India Kisan Congress) কার্যকরী চেয়ারম্যান করার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাতে সিলমোহর দিয়েছেন কংগ্রেসের প্রেসিডেন্ট। শুক্রবার থেকেই তিনি নতুন পদে দায়িত্বভার গ্রহণ করলেন।
জাতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে যখন গোটা দেশে তোলপাড় পড়েছিল, আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বজরঙ্গ, সাক্ষী মালিক, বিনেশ ফোগতরা। বজরঙ্গ ও বিনেশ যে রাজনীতিতে যোগ দিতে চলেছেন, সেই ইঙ্গিত ছিলই। বৃহস্পতিবারই রেলের চাকরি ছেড়েছেন ভারতীয় কুস্তিগীর বিনেশ ফোগত ও তাঁর সতীর্থ কুস্তিগীর বজরঙ্গ পুনিয়া । উত্তর রেলে নিজের নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন দুই কুস্তিগীর।
ভারতীয় রেলে চাকরি করা গর্বের মুহূর্ত বলে এক্স হ্যান্ডেলে জানিয়েছিলেন বিনেশ ফোগত। সেখানে তিনি জানিয়েছিলেন, ভারতীয় রেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাঁর ইস্তফাপত্র জমা দিয়েছেন।
হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দিয়েছেন দুজনই। তারপরই বজরঙ্গকে বড় দায়িত্ব দিল কংগ্রেস।
আরও পড়ুন: RG কর-এ নির্যাতিতার পরিবারের হাতে নিজের আন্তর্জাতিক পদক তুলে উদাহরণ তৈরি করলেন সুস্মিতা