কলকাতা: প্রথম ঝলকের প্রশংসা পেয়েছিল এই ছবি। আর এবার প্রকাশ্যে এল 'বহুরূপী' (Bohurupi)-র দ্বিতীয় ঝলক। আর সেখানেও নজর কাড়লেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। একের পর এক জমাাটি চেজিংয়ের দৃশ্য থেকে শুরু করে কৌশানী মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) সঙ্গে শিবপ্রসাদের রসায়ন নজর কাড়ল নতুন ট্রেলারে। আবিরের সঙ্গে ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty)-র রসায়নও নজর কাড়ল। 


আজ প্রকাশ্যে এল উইন্ডোজ়-এর পুজোর ছবি 'বহুরূপী'-র দ্বিতীয় ঝলক। বাংলার বুকে এ যেন এক চোর পুলিশ খেলার গল্প। গোটা ঝলক ধরেই রয়েছে পুলিশের একাধিক চেজিং সিকোয়েন্স ও অ্যাকশন দৃশ্য। পাশাপাশি হাসি মুখে শিবপ্রসাদের ব্যাঙ্ক ডাকাতির দৃশ্য মনে করিয়ে দেয় বব বিশ্বাসের কথা। কৌশানীর সঙ্গে বিয়ের দৃশ্যও নজর কেড়েছে। শিবপ্রসাদের একাধিক ছদ্মবেশও এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে। ছবির আবহও বেশ মনে ধরার মতোই।


এই ছবি নিয়ে, ছবির পরিচালক নন্দিতা রায় বলেছেন, 'প্রায় এক দশক ধরে এই ছবিটার পরিকল্পনা হয়েছে। অবেশেষে ৩৪ দিনে, ৮৪টা লোকেসনে শ্যুটিং। আমাদের ইচ্ছা ছিল সমস্ত অ্যাকশন সিকোয়েন্সগুলো এমনভাবে শ্যুট করার যেটা বড়পর্দায় দেখলে গায়ে কাঁটা দেবে।' এই ছবির অভিনেতা এবং সহ-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় বিক্রমের চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলছেন, 'বিক্রমের চরিত্রে অভিনয় করা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতোই। নন্দিতা রায়ের কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমায় এমন একটা সুযোগ দিয়েছেন। প্রথম থেকেই পরিকল্পনা ছিল, এই ছবিটা দুর্গাপুজোয় মুক্তি পাবে। সেই মতোই সবকিছু করা হয়েছে। আশা করছি বাংলা ইন্ডাস্ট্রিতে ছাপ ফেলে যাবে এই ছবি। চিত্রনাট্য, অ্যাকশন সব ক্ষেত্রেই বহুরূপী ভীষণ উপভোগ্য একটা ছবি হতে চলেছে বলে আমার বিশ্বাস।' 


 


 






আরও পড়ুন: Aparajita on Ganesh Chaturthi: নিজের হাতে তৈরি দেবতার মূর্তিকে সাজালেন প্রতিবাদের ভাষায়, গণেশ চতুর্থীতে অপরাজিতার কামনা শুধুই ন্যায়বিচার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।