রিও: আসন্ন কোপা আমেরিকার (Copa America) জন্য গ্রুপ পর্ব চূড়ান্ত করে ফেলল দক্ষিণ আমেরিকার (South America) ফুটবল অ্যাসোসিয়েশন কনমেবল (CONMEBOL)। আমেরিকা ও মেক্সিকোতে আগামী বছর আয়োজিত হবে এই টুর্নামেন্ট। আর তার জন্যই ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করে দেওয়া হল। টুর্নামেন্ট শুরুর প্রায় সাড়ে সাত মাস আগে ঘোষণা হয়ে গেল কোপা আমেরিকার গ্রুপ পর্ব। উল্লেখ্য, আগামী বছর ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।


গতবার কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্তিনা। রানার্স আপ হয়েছিল চিলি। ২টো দলই এবার গ্রুপ এ-তে রয়েছে। এছাড়া সেই একই গ্রুপে পড়েছে পেরু, ত্রিনিদাদ ও কানাডার মধ্যে যে কোনও একটি দল। গ্রুপ বি-তে রয়েছে মেক্সিকো, ভেনেজুয়েলা, জামাইকা, ইকুয়েডর। গ্রুপ সি-তে রয়েছে উরুগুয়ে, বলিভিয়া, আমেরিকা, পানামা ও শেষ গ্রুপ ডি-তে রয়েছে ব্রাজিল, কলম্বিয়া, কোস্তারিকা ও প্য়ারাগুয়ে। কোস্তারিকা ও হন্ডুরাসের মধ্যে যে কোনও একটি দল খেলবে। 


 



কোপা আমেরিকার গ্রুপ বিন্যাস
গ্রুপ এ
আর্জেন্টিনা
পেরু
চিলি
ত্রিনিদাদ ও টোবাগো/কানাডা 


গ্রুপ বি
মেক্সিকো
ইকুয়েডর
ভেনেজুয়েলা
জামাইকা


গ্রুপ সি
আমেরিকা
উরুগুয়ে
পানামা
বলিভিয়া


গ্রুপ ডি
ব্রাজিল
কলম্বিয়া
প্যারাগুয়ে
কোস্তারিকা/হন্ডুরাস


আগামী বছর কোপা আমেরিকার প্রথম ম্যাচে খেলতে নামবে আর্জেন্তিনা। ত্রিনিদাদ ও টোবাগো অথবা কানাডার মধ্যে যে কোনও একটি দলের বিরুদ্ধে খেলতে নামবেন মেসিরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২৫ জুন দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মেসির দেশ। সেই ম্যাচে চিলির বিরুদ্ধে খেলতে নামবে তারা। অন্যদিকে ব্রাজিলের প্রথম ম্য়াচ ২৪ তারিখ। দ্বিতীয় ম্য়াচে ২৮ তারিখ তারা প্যারাগুয়ের বিরুদ্ধে খেলতে নামবে।


উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে ৪৮ তম কোপা আমেরিকার আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্ত হচ্ছে কনকাকাফ অঞ্চলের বেশ কিছু দল। সবমিলিয়ে ১৬ দল নিয়ে হবে এই টুর্নামেন্ট। ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৪ সালের কোপা আমেরিকার আসর চলবে ২৬ দিন। গ্রুপ পর্ব হবে ২০ জুন থেকে ২ জুলাই। কোয়ার্টার ফাইনাল ৪ থেকে ৬ জুলাই। সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই। আর ফাইনাল হবে ১৪ জুলাই।