মেলবোর্ন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন রানআউট হয়ে গেলেন ভারতের অস্থায়ী অধিনায়ক অজিঙ্কা রাহানে। তিনি এই ইনিংসে  ১১২ রান করেন। তাঁর রানআউট হওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। তবে তারপরেও তিনি মেজাজ না হারিয়ে সঙ্গী রবীন্দ্র জাডেজাকে ভালভাবে ব্যাটিং চালিয়ে যেতে বলেন। তাঁর এই মানসিকতায় মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁর প্রশংসা করছেন।




আজ ভারতের ইনিংসের ১০০-তম ওভারের পঞ্চম বলে আউট হন রাহানে। অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লিয়নের বলে দ্রুত রান নিতে ছোটেন জাডেজা। তিনি তখন ৪৯ রানে ব্যাটিং করছিলেন। ফলে দ্রুত অর্ধশতরান পূর্ণ করার কথা হয়তো তাঁর মাথায় ছিল। কিন্তু এই রান নিতে গিয়েই আউট হন রাহানে। শুরুতে মনে হয়েছিল, তিনি ঠিক সময়ে ক্রিজে ঢুকে গিয়েছেন। এমনকী, অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইনও প্রথমে খুব একটা আত্মবিশ্বাসী ছিলেন না। কিন্তু পরে রিপ্লেতে দেখা যায়, পেইন যখন মার্নাস লাবুশেনের থ্রো ধরে উইকেট ভেঙে দেন, সেই সময় রাহানের ব্যাট ক্রিজের লাইনে ছিল। সেই কারণেই তৃতীয় আম্পায়ার রানআউটের সিদ্ধান্তের কথা জানান।




চলতি টেস্টের প্রথম দিন পেইনকে রানআউট দেননি তৃতীয় আম্পায়ার পল উইলসন। কিন্তু আজ তিনি একইরকম পরিস্থিতিতে রাহানেকে রানআউট দিলেন। সে কথা উল্লেখ করে আজ তৃতীয় আম্পায়ারের তীব্র সমালোচনা করছেন ভারতের সমর্থকরা।

আজ রাহানের বিতর্কিত রানআউট সত্ত্বেও তৃতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে মাত্র ২ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। দিনের শেষে ক্রিজে ক্যামেরন গ্রিন (১৭) ও প্যাট কামিন্স (১৫)। আগামীকাল ভারতীয় দল দ্রুত অস্ট্রেলিয়ার বাকি চারটি উইকেট তুলে নিতে পারলেই সিরিজে সমতা ফিরিয়ে আনার সুযোগ থাকছে।

প্রথম ইনিংসে ১৩১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই জো বার্নসের (৪) উইকেট হারায়। দলের ৪২ রানের মাথায় ফিরে যান মার্নাস লাবুশেন (২৮)। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও দুই অঙ্কের রান পেলেন না স্টিভ স্মিথ (৮)। ম্যাথু ওয়েড করেন ৪০ রান। অধিনায়ক টিম পেইন মাত্র এক রান করেই ফিরে যান। ট্রেভিস হেড করেন ১৭ রান। ভারতের হয়ে জোড়া উইকেট নেন রবীন্দ্র জাডেজা। একটি করে উইকেট নেন বুমরাহ, উমেশ, মহম্মদ সিরাজ ও অশ্বিন।