ভারতীয় দলের ফ্যান ক্লাব ভারত আর্মির সঙ্গে হাত মিলিয়ে এই নিলাম হয়েছে।
রাহুল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সহযোগী ভারত আর্মিকে আমার ক্রিকেট প্যাড, গ্লাভস ও আমার কিছু জার্সি দান করার সিদ্ধান্ত নিই। এগুলি তারা নিলাম করবে এবং প্রাপ্ত অর্থ অ্যাওয়ার ফাউন্ডেশনে যাবে। এই সংস্থা দুঃস্থ শিশুদের সাহায্য করে। এটি খুবই স্পেশ্যাল এবং এমন কাজ করার সঠিক সময় এর থেকে আর কী হতে পারে।
অন্যান্য ক্রিকেটার ও ক্রীড়াবিদদের মতো এখন বাড়িতেই রয়েছেন রাহুল। করোনাভাইরাসের দাপটে বিশ্বের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এখন বন্ধ। আইপিএলও স্থগিত। আইপিএলে তিনি কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক।
লকডাউনে কীভাবে সময় কাটছে, তা জানাতে গিয়ে রাহুল বলেছেন, আমি ও আমার পরিবার বেঙ্গালুরুতে রয়েছি। আমরা নিরাপদে রয়েছি। ট্রেনিং ও নিজেকে ব্যস্ত রাখার জন্য যা কিছু করার তা করছি। বাড়িতে এভাবে সময় কাটাতে বেশ ভালো লাগছে। যখন দলের হয়ে খেলতাম, তখন আমাদের সবাই কিছুটা ছুটি চাইত। এখন আমরা সেই ছুটি পেয়েছি। কিন্তু আমাদের মনে হচ্ছে, এ ধরনের বড় বিরতিতে আমরা চাইনি। আমার মনে হয়, এটা আমাদের সবার কাছে একটা শিক্ষা। জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হল সুস্থ থাকা ও পরিবারের সঙ্গে সময় কাটানো। দীর্ঘদিন পর আমি আমার পরিবারের লোকজনদের সঙ্গে জন্মদিন কাটিয়েছি। এটা দারুণ একটা অনুভূতি।