নয়াদিল্লি: এ দেশে করোনায় মৃত্য়ুর হার ৩.১ শতাংশের বেশি নয়। অবশিষ্ট বিশ্বে এই গড় ৭ শতাংশ। জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি বলেছেন, ভারতে করোনা আক্রান্তের সুস্থ হওয়ার হারও অন্যান্য দেশের থেকে ভাল, এখনও পর্যন্ত সেরে উঠেছেন ৫,৯১৩ জন, অর্থাৎ সেরে ওঠার হার ২২ শতাংশের মত।
গতকাল এইমসের ট্রমা সেন্টারে যান পেশায় চিকিৎসক হর্ষ বর্ধন, করোনার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি খতিয়ে দেখেন। কয়েকজন করোনা আক্রান্তের সঙ্গে কথা বলেন, খবর নেন তাঁদের শরীর স্বাস্থ্য নিয়ে। এইমসের সুযোগসুবিধে নিয়েও প্রশ্ন করেন, যাতে দরকারে পরিকাঠামোর উন্নতি করা যায়।
এইমসের জয়প্রকাশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা সেন্টার এখন পুরোপুরি করোনা হাসপাতালের চেহারা নিয়েছে। ২৫০ বেডের এই সেন্টারকে পরিণত করা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ভারতে করোনা আক্রান্তদের মৃত্যুর হার ৩.১ শতাংশ, বিশ্বে ৭ শতাংশ, জানালেন স্বাস্থ্য়মন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Apr 2020 09:28 AM (IST)
এইমসের জয়প্রকাশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা সেন্টার এখন পুরোপুরি করোনা হাসপাতালের চেহারা নিয়েছে। ২৫০ বেডের এই সেন্টারকে পরিণত করা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -