সিডনি: অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার ফিলিপ হিউজেসের মৃত্যুর জন্য কেউ দায়ী নন। ভুলবশতই ক্রিকেট মাঠে বাউন্সারে আঘাত পেয়ে মৃত্যু হয় হিউজেসের। তাঁর মৃতদেহ পরীক্ষা করা চিকিৎসক মাইকেল বার্নস এমনই জানিয়েছেন।
২০১৪ সালের নভেম্বরে সিডনিতে ঘরোয়া ক্রিকেট ম্যাচে শন অ্যাবটের বাউন্সারে মাথার পিছনদিকে মারাত্মক আঘাত পান হিউজেস। মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় ক্রিকেটবিশ্বে শোকের ছায় নেমে আসে। বাউন্সার নিয়ে আতঙ্কও ছড়িয়ে পড়ে। তবে নিউ সাউথওয়েলসের চিকিৎসক বার্নস পূর্ণাঙ্গ তদন্তের পর জানিয়েছেন, ‘বোলারের কোনও দোষ ছিল না। তিনি খারাপ অভিপ্রায়ে বলটি করেননি। অন্য কারও দোষ ছিল না। ব্যাটসম্যান ঠিক সময়ে বলের গতিপথ থেকে মাথা সরিয়ে নিতে পারেননি। সেই কারণেই তিনি আঘাত পান। এই আঘাত এতটাই গুরুতর ছিল, উন্নততর হেলমেট বা দ্রুততর চিকিৎসাও হিউজেসকে বাঁচাতে পারত না। তবে এই ঘটনা এড়াতে ভবিষ্যতে মাথার পিছনেও উন্নত গার্ডের ব্যবস্থা করা উচিত।’
হিউজেসের দুর্ভাগ্যজনক মৃত্যুর পর তাঁর পরিবারের লোকেদের অভিযোগ ছিল, খেলা চলাকালীন যেভাবে স্লেজিং, হুমকি এবং দ্রুত গতির শর্ট পিচ বল হচ্ছিল, তাতে আম্পায়ারদের খেলা বন্ধ করে দেওয়া করে দেওয়া উচিত ছিল। কিন্তু তাঁরা সেটা না করাতেই হিউজেসের মৃত্যু হয়। যদিও এই অভিযোগ মানতে নারাজ বার্নস। তাঁর মতে, ওই ম্যাচে আইনবিরুদ্ধ কোনও ঘটনা ঘটেনি। হিউজেস ভালই ব্যাটিং করছিলেন। ভুলবশত তিনি আঘাত পান। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু আঘাত এতটাই বেশি ছিল যে তাঁকে বাঁচানো যায়নি।
ফিলিপ হিউজেসের মৃত্যুর জন্য কেউ দায়ী নন, মত চিকিৎসকের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Nov 2016 05:43 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -