ট্রেন্ডিং

হংকংয়ের বিরুদ্ধে গোল, ক্লিন শিট, দুইয়েরই আশায় বর্ষসেরা শুভাশিস

প্লে অফে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স, হেরে দৌড় শেষ দিল্লি ক্যাপিটালসের

৫৯ রানে জয় ছিনিয়ে নিয়ে প্লে অফে জায়গা পাকা করল মুম্বই, ছিটকে গেল দিল্লি

কেন দিল্লির গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না অক্ষর, অবশেষে জানা গেল কারণ

ঝোড়ো অর্ধশতরান, বৃষ্টি থামিয়ে ওয়াংখেড়েতে রাতে 'সূর্যোদয়'
বারবার বিতর্কের কেন্দ্রে তিনি, এবার দ্বিগেশ রাঠিকে কড়া আক্রমণ শিখরের
পিসিবি দৃষ্টান্ত স্থাপন না করলে গড়াপেটা চলবে, দাবি আফ্রিদির
Continues below advertisement

করাচি: পাকিস্তানের ক্রিকেট থেকে স্পট-ফিক্সিং ও গড়াপেটার আশঙ্কা দূর করতে হলে পিসিবি-কে উপযুক্ত দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যতক্ষণ না সেটা করা হচ্ছে, ততক্ষণ দুর্নীতি দূর করা যাবে না।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় মরসুমে স্পট-ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে সাসপেন্ড হয়েছেন জাতীয় দলের দুই ক্রিকেটার শারজিল খান ও খালিদ লতিফ। তাঁদের দুবাই থেকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছে দুর্নীতি দমন শাখা। অপর এক ক্রিকেটার মহম্মদ ইরফানকেও স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে জেরা করা হয়েছে। শোনা যাচ্ছিল তাঁকেও সাসপেন্ড করা হয়েছে। তবে এখন আবার
আফ্রিদিও পিএসএল-এ খেলছেন। এই টুর্নামেন্টেই স্পট-ফিক্সিংয়ের কালো ছায়া পড়ায় হতাশ আফ্রিদি। তিনি পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি অতীতেও বলেছি, আবার বলছি, পিসিবি যতক্ষণ না এই ধরনের খেলোয়াড়দের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, ততক্ষণ গড়াপেটা বন্ধ করা যাবে না।’
নাম না করে স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে নির্বাসিত হওয়া মহম্মদ আমিরকে জাতীয় দলে ফেরানোর বিরোধিতা করে আফ্রিদি বলেছেন, ‘পিসিবি কলঙ্কিত ক্রিকেটারকে খেলায় ফেরার সুযোগ দিয়েছে। দুর্নীতির সঙ্গে জড়িত থাকা একজন খেলোয়াড় যদি পাঁচ বছর পরে জাতীয় দলে ফেরার সুযোগ পায়, তাহলে নির্বাসিত করার মানে কী? উপযুক্ত দৃষ্টান্ত স্থাপন না করা পর্যন্ত পাকিস্তান ক্রিকেট থেকে দুর্নীতি দূর করা যাবে না।’
আফ্রিদির সুরেই পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজাও বলেছেন, শার্জিল ও খালিদকে আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া উচিত না। এই দুই খেলোয়াড়কে জাতীয় দলে ফেরাতে হলে তাঁর মৃতদেহের উপর দিয়ে ফেরাতে হবে। প্রাক্তন ক্রিকেটার মহসিন খানও গড়াপেটায় অভিযুক্ত ক্রিকেটারদের জাতীয় দলে না ফেরানোর দাবি জানিয়েছেন।
Continues below advertisement
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে