সিডনি: শন অ্যাবটের ঘাতক বাউন্সার। সোজা এসে লেগেছিল ২৫ বছরের তরুণের ঘাড়ে। এরপর চারিদিক অন্ধকার। হাত থেকে পড়ে গেল ৬৩ রানে অপরাজিত থাকা ব্যাট। লুটিয়ে পড়লেন ব্যাটসম্যান। তারপর ৪৮ ঘণ্টার লড়াই। ফিল হিউজ ফিরেছিলেন, তবে কফিন বন্দি হয়ে। আজ থেকে পাঁচ বছর আগে ২৭ নভেম্বর হাসপাতালেই মৃত্যু হয় অস্ট্রেলিয়ার তরুণ প্রতিভা ফিল হিউজের।
২৫টি টেস্ট এবং ২৪টি ওয়ান ডে খেলা ফিলের মৃত্যুতে যে গভীর ক্ষত তৈরি হয়েছে আজও অস্ট্রেলিয়দের কাছে তা যন্ত্রণার। বিশেষ করে মাইকেল ক্লার্ক, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের মতো ক্রিকেটাররা ফিলের চলে যাওয়ায় আজও একই রকমভাবে দুঃখিত এবং শোকাহত। সময় পেরোলেও ফিলের ক্ষত অপরিপূর্ণই থেকে গিয়েছে। অনেকেই আক্ষেপ করেন, সেদিন হেলমেটের সঙ্গে যদি নেক গার্ড থাকত, তাহলে এইদিন কখনই আসত না। যদিও এরপরও নেক গার্ড পরা নিয়ে সদুত্তর মেলেনি। স্টিভ স্মিথও এ বিষয়ে উদাসীনই থেকেছেন। আজ ফিল হিউজের মৃত্যুদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন অজি ক্রিকেটাররা।
মাইকেল ক্লার্ক ইনস্টায় ভাতৃসম ফিল হিউজের ছবি পোস্ট করে লিখেছেন, “তোমাকে রোজ মনে পড়ে, এই সপ্তাহ আরও বেশি করে মনে পড়ছে।” ওয়ার্নারের পোস্ট, “অপরাজিত ৬৩, তোমাকে মিস করছি।” স্টিভ স্মিথের পোস্ট, “তোমাকে মিস করছি।”