নয়াদিল্লি: এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে ভারতীয় দলের। ইংল্যান্ডে সদ্যসমাপ্ত বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। সেই স্বপ্নভঙ্গের ধাক্কা সামলে এবার ভারতীয় দলের নজর আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের দিকে। ওই সফরে তিনটি টি ২০, তিনটি একদিনের ম্যাচ ও দুটি টেস্ট খেলবে ভারত। ওই সফরের দলে কয়েকজন নতুন মুখকে বেছে নিয়েছেন বিসিসিআইয়ের নির্বাচক কমিটি। এই তালিকায় রয়েছে জোরে বোলার নভদীপ সাইনির নামও। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেন এই তরুণ পেসার। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের কারে এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমবার নীল জার্সিতে দেখা যাবে তাঁকে।
কেরিয়ারের শুরুর দিনগুলি কিন্তু একেবারেই সহজ ছিল না সাইনির। ২০১৭-র আইপিএলে দিল্লির দলে তাঁকে নেওয়া হয়েছিল। কিন্তু সুযোগ খুব একটা পাননি। এরপর বেঙ্গালুরু দলে সুযোগ পেয়ে পারফরম্যান্সের মাধ্যমে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। কেরিয়ারের প্রথম দিকে টেনিস বল ক্রিকেটে ২০০ টাকার বিনিময়ে ম্যাচ খেলতেন তিনি।


প্রত্যেক ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের ভিত্তিতে ভারতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করেন। সাইনিও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের ভিত্তিতেই দলে জায়গা করে নিয়েছেন। ২০১৭-১৮ তে রঞ্জিতে ৩৪ উইকেট নিয়েছেন তিনি। মাত্র আটটি ম্যাচ খেলেই এই সাফল্য অর্জন করেছেন সাইনি। রঞ্জিতে দিল্লির হয়ে খেলেন তিনি। বিজয় হজারে ট্রফিতে ৮ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন সাইনি।
ঘরোয়া ক্রিকেটে কেরিয়ারের শুরুর দিকে তিনি গৌতম গম্ভীরের অধিনায়কত্বে খেলতেন। তাঁর পাশে ছিলেন গম্ভীর। এভাবে ঘরোয়া ক্রিকেটে নিজের প্রতিভার পরিচয় দেন সাইনি।
২০১৭-১৮-র রঞ্জির সেমিফাইনালে দিল্লির জয়ের পর গম্ভীর সম্পর্কে জিজ্ঞাসা করা হলে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন সাইনি। তিনি বলেন, তাঁর সাফল্যের ক্ষেত্রে বড় অবদান রয়েছে গম্ভীরের।