লাউসান্নে: বহুদিন অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে জল্পনা কল্পনা শোনা যাচ্ছে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সেই (Los Angeles 2028) ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে আইসিসি (ICC)। তার জন্য বেশ কয়েকটি পদক্ষেপও নেওয়া হচ্ছে। এরই মাঝে নিজেদের পরিকল্পনার বাস্তবায়িত করার ক্ষেত্রে এক বড় ইতিবাচক ইঙ্গিত পেল আইসিসি।


ক্রিকেটকে নিয়ে আলোচনা


লস অ্যাঞ্জেলসে অন্তর্ভুক্তির জন্য আরও আটটি খেলার সঙ্গে ক্রিকেটের বিষয়েও চর্চা করা হবে। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি (IOC) কর্তারা যে সব খেলাগুলির অন্তর্ভুক্তি নিয়ে আলোচনায় বসবেন, সেগুলির মধ্যে অন্যতম হল ক্রিকেট। ক্রিকেটকে লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে অন্তর্ভুক্ত করা হবে কি না, সেই নিয়ে বিচার বিবেচনা করার আগে আইসিসিকে একটি প্রেজেন্টেসন জমা দেওয়ার জন্য বলা হয়েছিল অলিম্পিক্স কমিটি ও লস অ্যাঞ্জেলস ২০২৮ উদ্যোক্তাদের তরফে। তারপরেই ক্রিকেট নিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছেন অলিম্পিক্স কমিটির কর্তারা।


ক্রিকেট ছাড়া তালিকায় থাকা বাকি আটটি খেলা হল সফ্ট বল, ফ্ল্যাগ ফুটবল, ল্য়াকরোস, ব্রেক ডান্স, ক্যারাটে, কিক বক্সিং, স্কোয়াশ ও মোটরস্পোর্ট। কোন কোন খেলা শেষ পর্যন্ত লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে অন্তর্ভুক্ত করা হবে, সেই বিষয়ে অন্তিম সিদ্ধান্ত সম্ভবত পরের বছরের মাঝামাঝি সময়ে মুম্বইয়ে আয়োজিত অলিম্পিক্স কমিটির বৈঠকে জানানো হবে। প্রসঙ্গত, এই বছরের ফেব্রুয়ারি মাসেই অলিম্পিক্স কমিটির তরফে জানানো হয়েছিল মোট ২৮টি খেলা লস অ্যাঞ্জেলসে অন্তর্ভুক্ত হবে এবং নতুন খেলাগুলির ক্ষেত্রে তরুণদের মধ্যে তার প্রভাব ও উন্মাদনাটা ঠিক কেমন, সেই বিচার করেই সিদ্ধান্ত নেওয়া হবে।


২০২৮ না হলে ২০৩২!


বর্তমানে চলতি কমনওয়েলথ গেমসে ক্রিকেট খেলা হচ্ছে। তবে পুরুষ নয়, কেবল মহিলা দলগুলিই ক্রিকেট খেলছে। তবে অলিম্পিক্সে খেলা হলে পুরুষ ও মহিলা, উভয় বিভাগেই খেলা হওয়াটা জরুরি। তবে অলিম্পিক্সে ক্রিকেটের অন্তুর্ভুক্তির ক্ষেত্রে এখনও অনেকটা পথ পেরোতে হবে। অনেকেই মনে করছেন যেহেতু কোনও নতুন খেলার অন্তর্ভুক্তিকরণ যেখানে অলিম্পিক্স খেলা হচ্ছে, সেখানকার দর্শকদের মধ্যে তার উন্মাদনার উপর নির্ভরশীল, তাই লস অ্যাঞ্জেলসে না হলেও, ২০৩২ সালে ব্রিসবেন (অস্ট্রেলিয়া) অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্ত হতে পারে।


আরও পড়ুন: সেমিফাইনালের কাদের বিরুদ্ধে খেলবে হরমনপ্রীতের নেতৃত্বাধীন ভারত?