বার্মিংহাম: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ব্যাডমিন্টনে ভারতের দাপট চলছে। পুরুষদের সিঙ্গলসে প্রি-কোয়ার্টার ফাইনালে সহজ জয় কিদাম্বি শ্রীকান্তের। স্ট্রেট গেমে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন তিনি।
স্ট্রেট গেমে জয়
প্রি-কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার দুমিন্দু আবেবিক্রমার মুখোমুখি হয়েছিলেন শ্রীকান্ত। কিন্তু প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। ২১-৯, ২১-১২ ব্যবধানে ম্যাচ জেতেন শ্রীকান্ত। শেষ আটে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার।
শুক্রবারই কুস্তির লড়াই শুরু হল বার্মিংহাম কমনওয়েলথ গেমসে। আর প্রথম দিনই বিপত্তি। যার জেরে বন্ধ করে দিতে হল ম্যাচ।
ভূপতিত স্পিকার
কমনওয়েলথ গেমসে কুস্তির লড়াই চলাকালীনই ছাদ থেকে মাটিতে পড়ে গেল একটি স্পিকার। যে কারণে সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হল কুস্তির ম্যাচ। খালি করে দেওয়া হল হল। তখনও পর্যন্ত মাত্র ৫টি ম্যাচ হয়েছিল। ম্যাট চেয়ারম্যানের কাছে মাটিতে পড়ে যায় স্পিকারটি। যেটা ঘোষণার কাজে ব্যবহৃত হচ্ছিস। যে ঘটনার পর কেভেন্টারি স্টেডিয়ামের নিরাপত্তা নিয়েও উঠে গেল প্রশ্ন।
দীপকের ম্যাচের পরই দুর্ঘটনা
তখন সবে ভারতের দীপক পুনিয়ার ম্যাচ শেষ হয়েছে। ৮৬ কেজি বিভাগে জয়ী হন দীপক। তারপরই দুর্ঘটনা। দর্শকদের হল ফাঁকা করে দিতে বলা হয়। ঠিক হয়েছে, স্থানীয় সময় দুপুর ১২.৪৫ এ ফের কুস্তির ম্যাচ শুরু হবে। কুস্তির এক কোচ বলেছেন, 'গুরুতর কিছু হয়নি। খেলা বন্ধ রাখা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।'
বজরঙ্গের জয়
কুস্তিতে প্রথম ম্যাচেই জিতলেন বজরঙ্গ পুনিয়া (Bajrang Punia)। পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে ২ মিনিটেরও কম সময়ে জয়ী হলেন তিনি। নাওরাওয়ের লো বিংহামকে নাস্তনাবুদ করে হারালেন তিনি। গতবারও এই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন বজরঙ্গ। প্রথম এক মিনিট প্রতিপক্ষকে জরিপ করেন। তারপরই তাঁকে প্যাঁচে ম্যাটে ফেল দেন। পরের রাউন্ডে অবশ্য কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে বজরঙ্গের জন্য। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ অলিম্পিক্সের ব্রোঞ্জজয়ী, মরিশাসের জঁ গাইলিয়ানে।
কমনওয়েলথ গেমসে (CWG 2022) ভারোত্তোলনে ভারত ১০ পদক জিতেছে। তারপর থেকেই প্রত্যাশার পারদ চড়ছিল কুস্তি নিয়ে। যে ইভেন্টে ভারতের অভিযান শুরু হল শুক্রবার। আর প্রথম দিনই প্রত্যাশা মাফিক দাপট শুরু করে দিলেন ভারতীয় পালোয়ানরা।
পুরুষদের ৮৬ কেজি ফ্রি স্টাইল ১/৮ ফাইনালে জিতলেন ভারতের দীপক পুনিয়া (Deepak Punia)। নিউজিল্যান্ডের ম্যাথু অক্সেনহ্যামকে হারিয়ে দিলেন ভারতীয় কুস্তিগীর। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি দীপক। ১০-০ ব্যবধানে জিতেছেন তিনি।
ব্যাডমিন্টনে দাপট
মিক্সড দলের ফাইনালে হাতছাড়া হয়েছিল সোনা। তবে কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) সিঙ্গলসে দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় শাটলাররা। পিভি সিন্ধুর পাশাপাশি, লক্ষ্য সেন (Lakshya Sen), কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth), আকর্ষি কাশ্যপরা প্রি-কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেললেন।
আরও পড়ুন: কমনওয়েলথে ইতিহাস, প্রথম প্যারা টিটি তারকা হিসাবে পদক নিশ্চিত ভাবিনার