কলকাতা: পি সেন ট্রফি (P Sen Trophy) চ্যাম্পিয়ন হল মোহনবাগান। শনিবার ইডেন গার্ডেন্সে রুদ্ধশ্বাস ফাইনালে ১ উইকেটে ভবানীপুরকে হারাল তারা। ৬ বছর পর পি সেন ট্রফি ফিরিয়েছে সিএবি। আর সেই ট্রফি গেল সবুজ-মেরুন শিবিরে।


ফাইনালের নায়ক শাকির হাবিব গাঁধী। যিনি ১৫৭ রানের অনবদ্য ইনিংস খেললেন। মোহনবাগানকে ম্যাচ জেতালেন।


শুরুতে ব্যাট করে ৪৯ ওভারে ৩৫২/৭ তোলে ভবানীপুর। অভিষেক রামন সর্বোচ্চ স্কোরার। ৭৪ রান করেন তিনি। রঞ্জি ট্রফিতে বাংলা দলের অন্যতম ভরসা, অভিজ্ঞ অনুষ্টুপ মজুমদার ৭১ রান করেন। শুরুতেই অভিষেক ঘোষ আউট হয়ে যান। মাত্র ১ রান করে। কিন্তু রামন ও অনুষ্টুপ ইনিংসের হাল ধরেন। দুজনের পার্টনারশিপে একশো রানের গণ্ডি পেরিয়ে যায় ভবানীপুর। শেষ দিকে চালিয়ে খেলে হাফসেঞ্চুরি করেন চিরাগ জানি। ৪২ বলে ৬০ রান করে অপরাজিত ছিলেন তিনি। বিধ্বংসী ইনিংস খেলেন ঋষি ধবনও। হিমাচল প্রদেশের ক্রিকেটার ২৮ বলে ৪১ রান করেন। ঝোড়ো ইনিংস খেলেন জেসল কারিয়াও। ১৬ বলে ৩৭ রান করেন তিনি।


মোহনবাগানের বোলারদের মধ্যে নজর কাড়েন সুনীল দালাল। ৬০ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।


জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখান শাকির। ওপেনার সাবলীল ভঙ্গিতে ব্যাটিং শুরু করেন। ৪৯ ওভারে ৯ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় মোহনবাগান। ভবানীপুরের হয়ে অভিজ্ঞ রাজকুমার পাল ৩ উইকেট নিলেও, দলকে ম্যাচ জেতাতে ব্যর্থ। 


 



যদিও একটা সময়ে ১২ ওভারে ৮৮/৩ হয়ে গিয়েছিল মোহনবাগান। কিন্তু ম্যাচের রাশ হাতছাড়া করেননি শাকির। তাঁকে সঙ্গত করেন ললিত যাদব। ৪৫ রান করেন তিনি। যদিও ক্রিজে সেট হয়ে গিয়ে হাফসেঞ্চুরির আগেই থামতে হয় তাঁকে। শেষ পর্যন্ত শাকিরের ব্যাটেই ট্রফি জেতে মোহনবাগান।            


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ABP Exclusive: IPL পারফরম্যান্সের ভিত্তিতে টেস্ট দল! সরফরাজ না অমল মুজুমদার হয়ে যায়, বলছেন উদ্বিগ্ন বাবা