কলকাতা: প্রায় ৮ মাস পর বাংলার ময়দানে ফিরছে ক্রিকেট। সিএবি আয়োজিত নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ শুরু হয়েছে ইডেন গার্ডেন্সে। এখন থেকেই চর্চায় ক্রিকেটের দুই ডার্বি। ইস্টবেঙ্গল-মোহনবাগান প্রথম পর্বে ২৮ নভেম্বর ও দ্বিতীয় পর্বে ৬ ডিসেম্বর একে অপরের মুখোমুখি। গ্রুপ পর্বে প্রত্যেক দল একে অপরের সঙ্গে দুবার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চার দল সেমিফাইনালে খেলবে। ৯ ডিসেম্বর নৈশালোকে টুর্নামেন্টের ফাইনাল। ফ্যান কোড অ্যাপে দেখা যাবে সব ম্যাচের সরাসরি সম্প্রচার।

দেখে নেওয়া যাক টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি:

 

২৪ নভেম্বর

মোহনবাগান বনাম কাস্টমস ক্লাব (বিকেল ৪টে)

টাউন ক্লাব বনাম কালীঘাট ক্লাব (রাত ৮টা)

২৫ নভেম্বর

তপন মেমোরিয়াল বনাম ইস্টবেঙ্গল (বিকেল ৪টে)

কালীঘাট বনাম মোহনবাগান (রাত ৮টা)

২৬ নভেম্বর

কাস্টমস বনাম তপন মেমোরিয়াল (সকাল ১০টা)

টাউন বনাম ইস্টবেঙ্গল (দুপুর ২টা)

২৭ নভেম্বর

কাস্টমস বনাম টাউন ক্লাব (বিকেল ৪টে)

মোহনবাগান বনাম তপন মেমোরিয়াল (রাত ৮টা)

২৮ নভেম্বর

কালীঘাট বনাম কাস্টমস (বেলা ১২টা)

ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান (বিকেল ৪টে)

টাউন ক্লাব বনাম তপন মেমোরিয়াল (রাত ৮টা)

২৯ নভেম্বর

কালীঘাট বনাম ইস্টবেঙ্গল (বিকেল ৪টে)

মোহনবাগান বনাম টাউন (রাত ৮টা)

৩০ নভেম্বর

তপন মেমোরিয়াল বনাম কালীঘাট (বিকেল ৪টে)

ইস্টবেঙ্গল বনাম কাস্টমস (রাত ৮টা)

১ ডিসেম্বর

মোহনবাগান বনাম টাউন ক্লাব (বিকেল ৪টে)

ইস্টবেঙ্গল বনাম কালীঘাট (রাত ৮টা)

২ ডিসেম্বর

তপন মেমোরিয়াল বনাম মোহনবাগান (বিকেল ৪টে)

কাস্টমস বনাম টাউন ক্লাব (রাত ৮টা)

৩ ডিসেম্বর

তপন মেমোরিয়াল বনাম কালীঘাট (বিকেল ৪টে)

ইস্টবেঙ্গল বনাম কাস্টমস (রাত ৮টা)

৪ ডিসেম্বর

টাউন ক্লাব বনাম কালীঘাট (বিকেল ৪টে)

কাস্টমস বনাম মোহনবাগান (রাত ৮টা)

৫ ডিসেম্বর

ইস্টবেঙ্গল বনাম তপন মেমোরিয়াল (বিকেল ৪টে)

কালীঘাট বনাম মোহনবাগান (রাত ৮টা)

৬ ডিসেম্বর

তপন মেমোরিয়াল বনাম টাউন ক্লাব (বেলা ১২টা)

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (বিকেল ৪টে)

কালীঘাট বনাম কাস্টমস (রাত ৮টা)

৭ ডিসেম্বর

টাউন ক্লাব বনাম ইস্টবেঙ্গল (বিকেল ৪টে)

কাস্টমস বনাম তপন মেমোরিয়াল (রাত ৮টা)

৮ ডিসেম্বর

সেমিফাইনাল ১ (বিকেল ৪টে)

সেমিফাইনাল ২ (রাত ৮টা)

৯ ডিসেম্বর

ফাইনাল (রাত ৮টা)