দুবাই: নতুন বছরে ক্রিকেটের (Cricket Rule) নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি আইসিসি (ICC), তবে প্রাথমিক কথাবার্তা হয়েই রয়েছে।


সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে স্টাম্পিংয়ের নিয়মে। যেটা নিয়ে অনেক ক্রিকেটার বহুদিন ধরে অভিযোগ করে আসছিলেন। এতদিন ধরে স্টাম্পিংয়ের আবেদন করা হলে তৃতীয় আম্পায়ার আগে দেখতেন, কোনওভাবে কট বিহাইন্ড হয়েছিলেন কি না ব্যাটার। কিন্তু এবার ঠিক হয়েছে, স্টাম্পিংয়ের আবেদন হলে শুধু সাইড অন রিপ্লে দেখা হবে। যেখানে দেখা হবে, ব্যাটারের ব্যাট বা শরীরের কোনও অংশ বেল ভাঙার সময় ক্রিজে ছিল কি না।


এতদিন ধরে স্টাম্পিংয়ের আবেদন তৃতীয় আম্পায়ারের কাছে গেলেই ফিল্ডিং টিম চাইত, একবার কট বিহাইন্ডের জন্যও রিপ্লে দেখে নেওয়া হোক। যাতে কোনও কারণে ব্যাটের কানায় বল লেগে থাকলে স্টাম্পিং না হলেও কট বিহাইন্ড আউট হন ব্যাটার। 


বিশ্বকাপের পরই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট সিরিজ খেলেছিল ভারত। সেই সিরিজে এরকম অনেকবার হয়েছে যে, অস্ট্রেলিয়ার ফিল্ডাররা এবং উইকেটকিপার অ্যালেক্স ক্যারি স্টাম্পিংয়ের আবেদন জানিয়েছিলেন। এবং তাতে ডিআরএস ছাড়াই কট বিহাইন্ডও পরীক্ষা করে দেখেন তৃতীয় আম্পায়ার। কিন্তু সেই নিয়ম এবার বদলে যাচ্ছে। স্টাম্পিংয়ের আবেদন করলে শুধু ব্যাটার স্টাম্পিং হয়েছেন কি না, সেটাই দেখা হবে। ফিল্ডিং টিম একান্তই সেই বলে ব্যাটার কট বিহাইন্ড হয়েছে কি না জানতে চাইলে, তাদের ডিআরএসের দ্বারস্থ হতে হবে।


এছাড়া কনকাশন সাব নিয়েও নিয়ম আরও পরিষ্কার করে দেওয়া হচ্ছে। যাতে কোনও বিভ্রান্তি তৈরি না হয়। নিয়ম করে দেওয়া হচ্ছে, যদি কোনও ক্রিকেটারের কনকাশন সাব নামাতে হয়, তাহলে পরিবর্ত ক্রিকেটারের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা থাকলে তিনি সেই ম্যাচে বল করতে পারবেন না।


পাশাপাশি নো বল ডাকার ক্ষেত্রে তৃতীয় আম্পায়ারকে আরও ক্ষমতা দেওয়া হচ্ছে। এতদিন তৃতীয় আম্পায়ার শুধু ফ্রন্ট ফুট পরীক্ষা করে নো বল দিতে পারতেন। কিন্তু এবার থেকে তৃতীয় আম্পায়ার সব ধরনের নো বলই চেক করে মাঠের আম্পায়ারকে নির্দেশ দিতে পারবেন।


সেই সঙ্গে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে মাঠে কোনও ক্রিকেটার চোট আঘাত পেলে মাঠে সর্বোচ্চ ৪ মিনিট তাঁর চিকিৎসা করা যেতে পারে। 


আরও পড়ুন: ৭৩ বছর পর টেস্টের প্রথম দিনে বোলারদের এত ভয়ঙ্কর হয়ে ওঠা, রেকর্ডবুকে কেপ টাউন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে