দুবাইয়ে আইসিসি কর্তাদের সঙ্গে বৈঠকে এই নতুন লিগের বিষয়ে বিস্তারিত তথ্য দেন ক্রিকেট সাউথ আফ্রিকার সভাপতি ক্রিস নেঞ্জানি ও সিইও হারুন লর্গ্যাট। আইসিসি-র কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েই তাঁরা নতুন লিগের কথা ঘোষণা করেছেন।
নেঞ্জানি বলেছেন, তাঁদের আশা, এই নতুন লিগ দক্ষিণ আফ্রিকায় ক্রিকেটের উন্নতিতে সাহায্য করবে। আইসিসি বোর্ডের সদস্যরা তাঁদের পরিকল্পনাকে সমর্থন করেছেন। তাঁদের আশা, ভবিষ্যতেও আইসিসি-র সাহায্য পাবেন।
লর্গ্যাট বলেছেন, ‘আজ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক দিন। এই নতুন টি-২০ লিগের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় ক্রিকেটে বিনিয়োগের পরিমাণ বাড়বে। স্থানীয় ও আন্তর্জাতিক ক্রিকেটাররা এই লিগে খেলবেন।’