লাহোর: দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে টি ২০ সিরিজে সমতা ফেরাল বিশ্ব একাদশ। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে হাসিম আমলা (৭২) এবং থিসারা পেরেরা (৪৭)-র ব্যাটে ভর করে এক বল বাকি থাকতে জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় বিশ্ব একাদশ।
আগামী শুক্রবার পরের ম্যাচেই সিরিজের ফয়সালা হবে। ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার প্রথম ম্যাচে জিতেছিল পাকিস্তান।
গতকাল দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৪ রান করে পাকিস্তান। বাবর আজম ৪৫, আহমেদ শেহজাদ ৪৩ এবং শোয়েব মালিক ৩৯ রান করেন। শ্রীলঙ্কার পেসার পেরেরা ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনার স্যামুয়েল বদ্রি দুটি করে উইকেট নেন।
দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বিশ্ব একাদশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Sep 2017 09:03 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -