মুম্বই: আজ থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। নতুন বছরে একেবারে নতুন দল নিয়েই লঙ্কা বাহিনীর বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া। বিরাট, রোহিতদের অনুপস্থিতিতে ভারতের নেতৃত্বে দেখা যাবে হার্দিক পাণ্ড্যকে। খাতায়-কলমে অনেকেই ভারতকে এগিয়ে রাখলেও গতবারের এশিয়া কাপ জয়ী শ্রীলঙ্কা কিন্তু যে কোনও সময় বেগ দিতে প্রস্তুত। মূলত দাসুন শনাকার দলে তিনজন ক্রিকেটার আছেন, যাঁরা চাপে ফেলতে পারে ভারতকে -


ওয়ানিন্দু হাসারাঙ্গা


গত কয়েক বছরে লঙ্কা বোলিং লাইন আপের স্পিন বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা টি-টোয়েন্টি ফর্ম্যাটে যে কোনও পরিস্থিতিতে যে কোনও ম্যাচে নিজের ছাপ ফেলতে পারে। ভারতের মাটিতে আইপিএলেও ভাল পারফর্ম করেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছেন। শেষ ২ টো টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বােচ্চ উইকেট শিকারি হয়েছেন তিনি। সংযুক্ত আরব আমিরশাহিতে ৮ ম্যাচে ১৬ উইকেট ঝুলিতে পুরেছেন। অন্যদিকে গত মরসুমে ১৫টি উইকেট নিয়েছেন। ভারত সফরেও জ্বলে উঠতে পারেন হাসারাঙ্গা।


ভানুকা রাজাপক্ষে


আক্রমণাত্মক ব্যাটার হিসেবেই পরিচিত ভানুকা রাজাপক্ষে। মিডল অর্ডারে কুড়ির ফর্ম্যাটে যে কোনও দলের ভরসা তিনি। পঞ্জাব কিংসের জার্সিতে বেশ কয়েকটি ঝোড়ো ইনিংস রয়েছে রাজাপক্ষের। ৩১ বছর বয়সে ৩৫টি টি-টোয়েন্টি খেলেছেন দেশের জার্সিতে। ঝুলিতে পুরেছেন ৬৬৬ রান। গড় ২৫.৬১। পরিসংখ্যান রাজাপক্ষের পক্ষে কথা হয়ত বলবে না, কিন্তু ১৩৫ স্ট্রাইক রেট।


কুশল মেন্ডিস


এই মুহূর্তে টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বের অন্য়তম সেরা আক্রমণাত্মক ব্য়াটার হলেন কুশল মেন্ডিস। রাজাপক্ষের মতই গড় ও স্ট্রাইক রেট হয়ত সেভাবে কুশলের হয়ে কথা বলবে না। কিন্তু যে কোনও সময় প্রতিপক্ষের ত্রাস হয়ে উঠতে পারেন মেন্ডিস। লঙ্কা প্রিমিয়ার লিগে ৯ ম্যাচ খেলে ২৫৬ রান ঝুলিতে পুরেছেন এই ডানহাতি ব্যাটার। পাওয়ার প্লে-তে হার্ড হিটার হিসেবে নাম রয়েছে কুশলের।


নতুন কিট স্পনসর ভারতের


আজ থেকে শুরু হতে চলেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ প্রথম ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামবে ২ দল। তার আগেই ভারতীয় দল পেয়ে গেল নতুন কিট স্পনসর। টাইটেল স্পনসর বাইজুস থাকলেও কিট প্রস্তুতকারী সংস্থা এমপিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল। তার বদলে কিট প্রস্তুতকারী সংস্থা হিসেবে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হল কেকেসিএল (KKCL)। তাদেরই ব্র্যান্ড কিলার-এর লোগো লাগানো জার্সি পরেই মাঠে নামবে আজ থেকে ভারতীয় ক্রিকেটাররা। 


উল্লেখ্য, নাইকি ছিল এর আগে কিট স্পনসর ভারতীয় দলের। কিন্তু ২০২০ সালে নভেম্বরে এই আমেরিকান ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাকে সরিয়ে এমপিএল-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ভারতীয় ক্রিকেট। ফ্যান্টাসি গেম সংস্থা হলেও ক্রীড়া সরঞ্জাম তৈরির দুনিয়ায় পা রাখতে চেয়েছিল এমপিএল। ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত চুক্তি হয়ে থাকলেও গত বছরের ডিসেম্বরেই সরে যেতে চেয়েছিল এই সংস্থা। শেষ পর্যন্ত তারা সরেই গেল।