রাজকোট: সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফিতে (Syed Mushtaq Ali T20) বোলারদের কাছে আতঙ্কের দিন হয়ে রইল বৃহস্পতিবার। ইনদওরে ২০ ওভারে ৩৪৯ রান তুলে বিশ্বরেকর্ড গড়েছে বঢোদরা। রাজকোটে রেকর্ডবুকে নাম তুললেন পাঞ্জাবের অভিষেক শর্মা (Abhishek Sharma)। জাতীয় দলের জার্সিতেও নজরকাড়া তরুণ মাত্র ২৮ বলে সেঞ্চুরি করলেন। যা টি-২০ ক্রিকেটের ইতিহাসে যুগ্মভাবে কোনও ভারতীয় ব্যাটারের করা দ্রুততম সেঞ্চুরি। উর্বিল পটেলের রেকর্ড স্পর্শ করলেন অভিষেক।


আইপিএলে খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। তাঁকে নিলামের টেবিলে তোলেনি হায়দরাবাদ। রিটেন করেছিল। সেই অভিষেক ব্যাট হাতে বিধ্বংসী ছন্দে। বৃহস্পতিবার সৈয়দ মুস্তাক আলি টি-২০-তে ২৮ বলে সেঞ্চুরি করে উর্বিলের রেকর্ড স্পর্শ করলেন। শেষ পর্যন্ত ২৯ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেললেন। বল হাতে ২ উইকেটও নিয়েছেন অভিষেক। মেঘালয়কে সাত উইকেটে হারাল পাঞ্জাব। ম্যাচের সেরা হয়েছেন অভিষেকই।


রাজকোটে প্রথমে ব্যাট করে মেঘালয় তুলেছিল ১৪২/৭। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৯.৩ ওভারে সেই লক্ষ্যপূরণ করে ফেলে পাঞ্জাব। ইনিংসে ১১টি ছক্কা ও ৮টি চার মেরেছেন অভিষেক। তাঁর ১০৬ রানের মধ্যে ৯৮ রান এসেছে বাউন্ডারি থেকে। 



জিম্বাবোয়ের বিরুদ্ধে সদ্যই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল অভিষেকের। শুরুতেই সেঞ্চুরি করে হইচই ফেলেছিলেন। ভারতের হয়ে ১২টি টি-২০ ম্যাচে ২৫৬ রান করেছেন। ১৭১.৮১ স্ট্রাইক রেটে। আইপিএলে ৬৩ ম্যাচ খেলে ১৩৭৬ রান করেছেন। ১৫৫.১৩ স্ট্রাইক রেট রেখে।


বৃহস্পতিবার অভিষেকের স্ট্রাইক রেট ছিল ৩৬৫.৫২! এর আগে ২৭ নভেম্বর ২৮ বলে সেঞ্চুরি করে হইচই ফেলেছিলেন গুজরাতের উর্বিল। ঋষভ পন্থের রেকর্ড ভেঙে দিয়েছিলেন তিনি। ২৮ বলে সেঞ্চুরিই কোনও ভারতীয় ক্রিকেটারের করা দ্রুততম টি-২০ শতরান। তার আগে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ৩২ বলে সেঞ্চুরি করেছিলেন দিল্লির ক্রিকেটার পন্থ।        


ঘটনা হচ্ছে, সব ব্যাটিং রেকর্ডই হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের দলগুলির বিরুদ্ধে।                       












আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।