মুম্বই: একটা সময় মনে করা হতো, তিনি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) চেয়েও বেশি প্রতিভাবান। কিন্তু উশৃঙ্খল জীবনযাপন ও শৃঙ্খলাভঙ্গের সঙ্গে সখ্যতায় ক্রমশ হারিয়ে যান বিনোদ কাম্বলি (Vinod Kambli)। নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তাঁকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা চলেছিল। বারবার রিহ্যাবে পাঠানো হয়েছিল। কিন্তু লাভ হয়নি।
বুধবার কাম্বলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধের উদ্বোধনে এক মঞ্চে দেখা গিয়েছিল সচিন তেন্ডুলকর ও কাম্বলিকে। সেখানে কাম্বলির আচরণ অনেকেরই অসংলগ্ন মনে হয়েছে।
কাম্বলি দীর্ঘদিন ধরেই পার্কিনসন্স রোগে ভুগছেন। তাঁর এক বন্ধু মার্কাস কুটো বলেছেন, 'ওর বেশ গুরুতর শারীরিক সমস্যা রয়েছে। রিহ্যাবে গিয়েও ওর লাভ নেই। ১৪ বার রিহ্যাবে গিয়েছে। আমরাই তো ওকে ভাসাইয়ের একটা রিহ্যাব সেন্টারে তিনবার নিয়ে গিয়েছিলাম।'
আর এই পরিস্থিতিতে কাম্বলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত এক কিংবদন্তি। কপিল দেব। 'মদ্যপ' কাম্বলির থেকে অনেকেই দূরে সরে গিয়েছেন। তবু কপিল সাহায্য করতে তৈরি। শর্ত একটাই। সুস্থ হওয়ার জন্য কাম্বলিকেও এক পা এগিয়ে আসতে হবে।
আরও পড়ুন: ইডেনে প্রবেশে কড়াকড়ি! আটকে গেলেন জেলা প্রতিনিধি, নিয়ম নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ সদস্যরা