মুম্বই: একটা সময় মনে করা হতো, তিনি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) চেয়েও বেশি প্রতিভাবান। কিন্তু উশৃঙ্খল জীবনযাপন ও শৃঙ্খলাভঙ্গের সঙ্গে সখ্যতায় ক্রমশ হারিয়ে যান বিনোদ কাম্বলি (Vinod Kambli)। নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। তাঁকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা চলেছিল। বারবার রিহ্যাবে পাঠানো হয়েছিল। কিন্তু লাভ হয়নি।


বুধবার কাম্বলির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কোচ রমাকান্ত আচরেকরের স্মৃতিসৌধের উদ্বোধনে এক মঞ্চে দেখা গিয়েছিল সচিন তেন্ডুলকর ও কাম্বলিকে। সেখানে কাম্বলির আচরণ অনেকেরই অসংলগ্ন মনে হয়েছে।


কাম্বলি দীর্ঘদিন ধরেই পার্কিনসন্স রোগে ভুগছেন। তাঁর এক বন্ধু মার্কাস কুটো বলেছেন, 'ওর বেশ গুরুতর শারীরিক সমস্যা রয়েছে। রিহ্যাবে গিয়েও ওর লাভ নেই। ১৪ বার রিহ্যাবে গিয়েছে। আমরাই তো ওকে ভাসাইয়ের একটা রিহ্যাব সেন্টারে তিনবার নিয়ে গিয়েছিলাম।'


আর এই পরিস্থিতিতে কাম্বলির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত এক কিংবদন্তি। কপিল দেব। 'মদ্যপ' কাম্বলির থেকে অনেকেই দূরে সরে গিয়েছেন। তবু কপিল সাহায্য করতে তৈরি। শর্ত একটাই। সুস্থ হওয়ার জন্য কাম্বলিকেও এক পা এগিয়ে আসতে হবে।


আরও পড়ুন: ইডেনে প্রবেশে কড়াকড়ি! আটকে গেলেন জেলা প্রতিনিধি, নিয়ম নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ সদস্যরা




গোটা ঘটনার কথা জানিয়েছেন কপিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য বলবিন্দর সিংহ সাঁধু। তিনি বলেছেন, 'কপিল বলেছে ও কাম্বলিকে সাহায্য করতে তৈরি। তবে ওকে রিহ্যাবিলিটেশনে যেতে তৈরি থাকতে হবে। সেক্ষেত্রে ওকে আর্থিকভাবে সাহায্য করবে কপিল। তবে তার জন্য ওকে রিহ্যাব সেন্টারে গিয়ে ভর্তি হতে হবে আগে। একমাত্র তাহলেই ওকে আমরা আর্থিক সাহায্য করব। সে যতদনিই ওর চিকিৎসা চলুক না কেন।'


মঙ্গলবারের অনুষ্ঠানে কাম্বলি মঞ্চের এক ধারের আসনে বসেছিলেন। কিছুক্ষণ পরেই সেই মঞ্চে আসেন সচিন। বন্ধু কাম্বলিকে দেখতে পেয়েই এগিয়ে যান। কাম্বলির হাত ধরে বেশ কিছুক্ষণ কথাও বলেন সচিন। সে সময় দু'জনকেই হাসতে দেখা যায়। সেই ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ভিডিওতে কাম্বলিকে দেখে পুরোপুরি সুস্থ মনে হয়নি। বেশ কিছুক্ষণ সচিনের দিকে শূন্য দৃষ্টিতে চেয়েছিলেন তিনি। এমনকী, সচিনের হাত ছাড়তে চাইছিলেন না। তাতে সচিনকে দৃশ্যতই বিব্রত দেখায়।













আরও পড়ুন: হার্দিকের নেতৃত্বে খেলবেন তিন অধিনায়ক! কেমন দল গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স? রইল ঝলক








আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।