হারারে: আন্তর্জাতিক আঙিনায় মাত্র দ্বিতীয় ইনিংস। সেই দ্বিতীয় ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। নিলেন ৪৬ বল। ভারতীয় ক্রিকেটের টি-টোয়েন্টি ইতিহাসে যুগ্মভাবে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। জিম্বাবোয়ের বিরুদ্ধে হারারাতে দ্বিতীয় বিশ ওভারের ম্যাচে (IND vs ZIM 2nd T20) পেল্লাই পেল্লাই আটটি ছক্কা হাঁকান অভিষেক। মাত্র দ্বিতীয় ম্যাচেই এমন আত্মবিশ্বাসের রহস্য কী? ম্যাচ শেষে নিজেই খোলসা করলেন তরুণ ভারতীয় ব্যাটার।


নিজের ইনিংস সম্পর্কে কথা বলতে গিয়ে আগেই অভিষেকের মুখে গতকালের হার প্রসঙ্গ উঠে আসে। তিনি বলেন, 'আমার মনে হয় আজকে আমি বেশ ভালই পারফর্ম করেছি। কালকের পরাজয়টা আমাদের পক্ষে মেনে নেওয়া সহজ ছিল না। আজ আমার মনে হয়েছিল যে দিনটা আমারই ছিল এবং আমি সেটার সম্পূর্ণ সুযোগ নিই। আমার মতে টি-টোয়েন্টি ক্রিকেটে মোমেন্টামটাই আসল এবং আমি শেষ পর্যন্ত নিজের ইনিংস টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করি। কোচ, অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টকে আমার ওপর আস্থা রাখার জন্য বিশেষ ধন্যবাদ।'


অভিষেকের কথাবার্তা থেকেই আত্মবিশ্বাস যেন ঝড়ে পড়ছে। 'তরুণ ক্রিকেটার হিসাবে আমার সবসময় মনে হয় যে যদি দিনটা আমার হয়, তাহলে আমার সেটার সম্পূর্ণ লাভ তোলা উচিত। আমি এবং রুতু প্রতিটি ওভার শেষেই নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। রুতু আমায় বলছিল যে সুযোগ পেলে বড় শট মার। আমার নিজের দক্ষতার ওপর সবসময় আস্থা রয়েছে। প্রথম বল হোক, কী শেষ বল, যদি আমার গণ্ডির মধ্যে বল থাকে তাহলে আমি তো বড় শট মারার চেষ্টা করবই।' যোগ করেন তরুণ ভারতীয় ওপেনার।


৪৬ বলে ১০০ রানের ইনিংস খেলে ভারতের জয়ের ভিত গড়েন অভিষেকই। ২০ ওভারে ভারত দুই উইকেটে ২৩৪ রান তোলে। জবাবে ফাস্ট বোলারদের দাপটে ১৩৪ রানেই গুটিয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। শতরানে জয় পেয়ে পাঁচ ম্যাচের সিরিজ়ে ১-১ সমতায় ফেরে টিম ইন্ডিয়া। দূরন্ত সেঞ্চুরির জন্য অভিশষেক শর্মাকেই ম্যাচের সেরা নির্বাচিত করা হয়। তিনি নিজের ফর্ম ধরে রাখতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।    


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: জন্মদিনে ক্যাপ্টেন কুল ধোনিকে প্রণাম স্ত্রী সাক্ষীর! কেক কেটে আয়োজন সলমনের! ভাইরাল ভিডিও