দুবাই: চলতি এশিয়া কাপে স্বপ্নের ফর্মে রয়েছেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। তিনি টুর্নামেন্টের সর্বাধিক রানসংগ্রাহক। শুধু যে অভিষেক রান করেছেন তাই নয়, সেই রান এসেছে ২০০-র স্ট্রাইক রেটে। বাংলাদেশের বিরুদ্ধেও ভারতের তরুণ ওপেনার ফের একবার বিধ্বংসী এক ইনিংস খেলেন। তিনি ৩৭ বলে ৭৫ রানের ইনিংস খেলেন। 

Continues below advertisement

তাঁর আগ্রাসী ব্য়াটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ বিশেষজ্ঞ থেকে অনুরাগী সকলেই। নিজের মানসিকতার বিষয়ে বলতে গিয়ে অভিষেক জানান তিনি দলের হয়ে নিজের কাজটা করতে বদ্ধপরিকর এবং তার জন্য় ইনিংসের প্রথম বল হ' 'লেও তিনি বড় শট মারতে দুইবার ভাবেন না। অভিষেক জানান, 'আমি দলের হয়ে নিজের কাজটা করেছি। আমি আগেও বলেছি আমি প্রথম বল হলেও, তা যদি মারার মতো হয়, আমি মারার চেষ্টাই করি। পাওয়ার প্লেতে সবসময় দলের হয়ে বেশি বেশি রান করে তুলে নেওয়ার লক্ষ্যে থাকি। কিছু কিছু সময়ে আমি ইচ্ছা করেই আগে থেকেই ঠিক করে রাখি যে প্রথম বলেই বড় শট খেলে বোলারদের চাপে ফেলব।'

ম্যাচে এহেন ব্যাটিং করার জন্য অনুশীলনে কড়া কসরত করেছেন বলেই জানান অভিষেক। 'অনুশীলনে তো আমরা অনেকগুলি করে বল খেলি, সেই সময়ই আমি প্রচুর খাটা খাটনি করেছি। নেটে অনেক সময়ই খুব বেশি শট খেলতে গেলে আউট হওয়ার ঝুঁকি থাকে। তবে আমি থামি না, সবসময় চেষ্টা করি যাতে আউট না হয়ে নিরন্তর এই বড় বড় শটগুলি খেলতে পারি' বলেন তিনি।

Continues below advertisement

বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৪১ রানে জয় ছিনিয়ে নেয় সূর্যকুমার যাদবের দল। এই জয়ের সুবাদেই অপরাজিত থেকেই এশিয়া কাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ১৬৮/৬ বোর্ডে তুলেছিল। জবাবে রান তাড়া করতে নেমে ১২৭ রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর পাকিস্তান-বাংলাদেশ দ্বৈরথ এখন হয়ে দাঁড়াল এবারের এশিয়া কাপের নক আউট ম্যাচ। যাঁরা জিতবে, তাঁরাই ফাইনালে উঠে যাবে।

বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে বিধ্বংসী ৭৫ রানের ইনিংসের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন অভিষেক শর্মা। বল হাতে ভারতের হয়ে সর্বাধিক তিন উইকেট নেন কুলদীপ যাদব। ভারতীয় দলের বিজয়রথ যে তড়তড়িয়ে এগোচ্ছে, তা কিন্তু বলাই বাহুল্য।