কাবুল: চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) শেষ হয়েছে। ১২ বছর পর চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। রোহিত শর্মা, বিরাট কোহলিদের ঘিরে উৎসবে মাতোয়ারা গোটা দেশ। তারই মাঝে শুরু হয়ে গিয়েছে আইপিএলের কাউন্টডাউন। ২২ মার্চ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে সব দলই।


আর সেই আবহেই প্রকাশ্যে এল এমন এক খবর, যা শুনে স্তম্ভিত ক্রিকেট বিশ্ব। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে দেশে ফিরেছে আফগানিস্তান ক্রিকেট দল। তার পরই জানা গেল মর্মান্তিক ঘটনা। শুধু আফগানিস্তান ক্রিকেটে নয়, গোটা বিশ্ব ক্রিকেটেই নেমে এল শোকের ছায়া।


মাত্র ২ বছরের কন্যাসন্তানকে হারালেন আফগানিস্তান অন্যতম তারকা ক্রিকেটার হজরতউল্লাহ জাজাই (Hazratullah Zazai) মেয়ের মৃত্যুর খবর অবশ্য নিজে জানাননি আফগান ক্রিকেটার। কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করছে জাজাই ও তাঁর পরিবারের বাকি সদস্যরা। আফগানিস্তানের জাতীয় দলের সদস্য করিম জানাত সোশ্যাল মিডিয়া এই দুঃসংবাদ দিয়েছেন।


আফগান ক্রিকেটারকে সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানিয়েছেন জানাত। তখনই মর্মান্তিক ঘটনার সম্পর্কে সকলে জানতে পারে। সোশ্যাল মিডিয়ায় জানাত লিখেছেন, 'আমার ভাই ও বন্ধু হজরতউল্লাহ জাজাই তার শিশুকন্যাকে হারিয়েছে। ওর পরিবারের জন্য আমি দুঋখে কাতর। ওকে সমবেদনা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। এই কঠিন সময়ে ও পরিবারতে লড়াই করার জন্য ঈশ্বর জাজাইয়ের পরিবারকে শক্তি দিন।'


আরও পড়ুন: ২৩.৭৫ কোটির সতীর্থকে নিয়ে বড় মন্তব্য দেড় কোটির ক্যাপ্টেনের, মন জিতলেন রাহানে


চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান দলে ছিলেন না জাজাই। তিনি আফগান দলে সুযোগ পাননি। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই বাঁহাতি ক্রিকেটারের। এরপর থেকে তিনি দেশের হয়ে ১৬টি আন্তর্জাতিক ওয়ান ডে ম্যাচ এবং ৪৫টি টি-২০ ম্যাচ খেলেছেন। টি-২০ ফর্ম্যাটে একটি রেকর্ডও রয়েছে জাজাইয়ের নামে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে জাজাই দ্বিতীয় সর্বাধিক রানের মালিক হয়েছিলেন। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে তিনি ৬২ বলে ১৬২ রান করেন। তাঁর এই ইনিংসে ১১ চার এবং ১১ ছক্কা ছিল। রেকর্ডটি হয়েছিল ভারতের মাটিতে, দেহরাদূনের রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।


অবশ্য চলতি বছরে ২৬ বছর বয়সী এই ক্রিকেটার আফগানিস্তানের হয়ে একটাও ম্যাচ খেলেননি। ২০২৪ সালের ডিসেম্বর মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষবার তাঁকে জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল। 


আরও পড়ুন: ৩ আইপিএল ট্রফির নায়ক, অথচ গম্ভীরের ছায়া কাটিয়ে বেরতে মরিয়া কেকেআর!