লন্ডন: আইপিএলের পরই ইংল্যান্ডে উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। সেখানে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ খেলবে তারা।  ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মার্ক উড। আপাতত চার মাসের জন্য খেলার বাইরে থাকবেন তিনি। চ্য়াম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলের সদস্য ছিলেন উড। কিন্তু খুব একটা প্রভাব ফেলতে পারেননি টুর্নামেন্টে। ইংল্য়ান্ডও সেমিতে জায়গা পাকা করতে পারেনি। ৩৫ বছরের তারকা পেসারের স্ক্যান রিপোর্টে দেখা গিয়েছে লিগামেন্টে ক্ষতি হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিরুদ্ধে লিগ পর্যায়ের ম্য়াচ খেলার সময়ে চোটিল হয়েছিলেন উড। ম্য়াচে চতুর্থ ওভার বল করার পরেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন উড। ৩৮ মিনিট পর মাঠে ফিরে আসার পর আর মাত্র চার ওভারই করতে পেরেছিলেন। উল্লেখ্য, ২০২৪ সাল থেকেই হাঁটুর সমস্যায় ভুগছেন উড।

আগামী ২০ জুন থেকে হেডিংলে টেস্ট দিয়ে শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। চার মাস মাঠের বাইরে থাকা মাসে উডের পক্ষে সম্ভব হবে না ভারতের বিরুদ্ধ টেস্ট সিরিজে খেলা। কিয়া ওভালে ৩১ জুলাই সিরিজের শেষ টেস্ট। শেষ টেস্টে দেখা যেতে পারে উডকে। তবে তা আগে ডারহাম কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্য়াচে সমারসেটের বিরুদ্ধে আগামী ২২ জুলাই খেলতে নামতে পারেন উড। 

নিজের চোট প্রসঙ্গে উড বলেন, ''বছরের শুরু থেকে ইংল্যান্ডের হয়ে সব ফরম্যাটে আমি খেলছি। তবে এতদিন মাঠের বাইরে থাকা নিয়ে হতাশ। আশা করছি হাঁটুর সমস্যা সামলে আমি আবার সম্পূর্ণ ফিট হয়ে মাঠে নামতে পারব। আমি সার্জেন, ডাক্তার, স্টাফ, ইংল্যান্ডের সতীর্থ এবং কোচদের সমর্থনের জন্য কৃতজ্ঞ। অবশ্যই ফ্যানদেরও ধন্যবাদ। আমি মাঠে ফেরার অপেক্ষায় থাকব। দল হিসেবে ২০২৫ সালটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।''

রােহিতের হয়ে সওয়াল এবিডির

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কিউয়িদের বিরুদ্ধে ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল। সেই ম্যাচেই ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন রোহিত শর্মা। ম্য়াচে জেতানো ইনিংস খেলেছিলেন তিনি। প্লেয়ার অফ দ্য ইনিংসও হয়েছিলেন রোহিতই। ম্য়াচের পরই সাংবাদিক বৈঠকে এসে হিটম্য়ান নিজেই জানিয়ে দেন যে তিনি এই ফর্ম্য়াট থেকে এখনই অবসর নিচ্ছেন না।  এবিডি এক সাক্ষাৎকারে বলেন, ''যদি আমি অন্য অধিনায়কদের দেখি, তবে রোহিতের জয়ের শতকরা হারটা আমাকে অবশ্যই ভাবতে হবে। যদি ওঁ আরও কয়েক বছর খেলাটা চালিয়ে যেতে পারে, তবে নিঃসন্দেহে কিন্তু রোহিত ওয়ান ডে ফর্ম্য়াটে বিশ্বের অন্য়তম সেরা অধিনায়ক নির্বাচিত হবেন। এছাড়াও রোহিত নিজেও জানিয়ে দিয়েছে যে ও এখনই এই ফর্ম্যাট থেকে অবসর নিচ্ছে না। এই ধরণের কোনও বিতর্ক আর ছড়াতেও না করেছে সে।''