নয়াদিল্লি: একদা ভারতীয় দলের ভরসার অপর নাম ছিলেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। তবে বহুদিন হল তিনি আর জাতীয় দলে সুযোগ পান না। এবার ঘরোয়া ক্রিকেটের নতুন মরশুম শুরুর আগেই এক বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন রাহানে। আবেগঘন এক সোশ্যাল মিডিয়া পোস্টে সেই সিদ্ধান্ত সবার সঙ্গে ভাগও করে নিলেন।
ভারতীয় দল থেকে বাদ পড়লেও রাহানে ঘরোয়া ক্রিকেটে মুম্বইকে নেতৃত্ব দিতেন। তাঁর অধিনায়কত্বেই তো মুম্বই ২০২৩-২৪ সালের মরশুমে রঞ্জি চ্যাম্পিয়ন হয়েছিল। পরের বছর তাঁর নেতৃত্বেই আসে ইরানি ট্রফি খেতাব। তবে আর নয়। ভবিষ্যৎ প্রজন্মকে সুযোগ করে দিতে চান রাহানে স্বয়ং। ভবিষ্যতের কথা ভেবেই তিনি মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন।
তিনি আবেগঘন বার্তায় লেখেন, 'এই মুম্বই দলের সঙ্গে চ্যাম্পিয়নশিপ জেতা এবং দলের অধিনায়কত্ব করাটা আমার কাছে দারুণ সৌভাগ্যের বিষয়। নতুন মরশুম শুরু হতে চলেছে শীঘ্রই। আমার মনে হয় এটাই নতুন একজন নেতাকে গ্রুম করার একদম সঠিক সময়। সেই কারণেই আমি ঠিক করেছি যে আমি আর অধিনায়কের ভূমিকায় খেলা চালিয়ে যাব না।' তারপরেই রাহানে যোগ করেন, 'তবে আমি খেলোয়াড় হিসাবে নিজের সেরাটা দেওয়া এবং মুম্বইকে আরও সাফল্য এনে দেওয়ার লক্ষ্যে নিজের সফরটা চালিয়ে যাব।'
তবে অধিনায়কত্ব ছাড়লেও ৩৭ বছরের রাহানে মুম্বইয়ের হয়ে খেলা চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন। তিনি ২০১টি প্রথম শ্রেণির ম্য়াচে ১৪ হাজার রান করে ফেলেছেন। এ মরশুমেও তাঁকে মুম্বইয়ের হয়ে খেলতে দেখা যাবে। তবে তাঁর জাতীয় দলে কামব্যাকের পথ কিন্তু আরও খানিকটা কঠিন হয়ে গিয়েছে। দিনকয়েক আগেই দলীপ ট্রফির জন্য বিভিন্ন অঞ্চলের দল ঘোষণা করা হয়েছে। সেখানে পশ্চিমাঞ্চলের দলে রাহানে সুযোগ পাননি। অনেকেই মনে করছেন এই সিদ্ধান্তই ফের স্পষ্ট বোঝা যাচ্ছে যে রাহানেকে ভারতীয় নির্বাচকরা আর জাতীয় দলে সুযোগ দিতে তেমন আগ্রহী নয়। এরপর তাঁর ভবিষ্যৎ কী হয়, সেটাই দেখার।