মুম্বই: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ১৯শে অগাস্ট এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে । ১৫ সদস্যের ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) । এছাড়াও ভারতের টি-২০ দলে শুভমন গিলকে জায়গা দেওয়া হয়েছে, সেই সঙ্গে গিলকে দলের সহ-অধিনায়ক করা হয়েছে ।   

এশিয়া কাপে কেমন হবে ভারতের একাদশ? কোন ১১জন সুযোগ পাবেন, কাদের বসতে হবে বেঞ্চে? ভারতের অভিজ্ঞ খেলোয়াড় অজিঙ্ক রাহানে তাঁর ইউটিউব চ্যানেলে ১৫ জন খেলোয়াড়ের মধ্যে থেকে এশিয়া কাপের জন্য প্লেয়িং ইলেভেন বেছে নিলেন ।

সঞ্জু স্যামসন বাদ?

অজিঙ্ক রাহানে এশিয়া কাপের জন্য তাঁর প্রথম একাদশে অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ের জন্য শুভমন গিলকে বেছে নিয়েছেন । রাহানে তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, 'আমি ব্যক্তিগতভাবে স্যামসনকে দলে দেখতে চাইব, কারণ ও বেশ ভাল পারফর্ম করেছেন । তবে এখন গিল দলে ফিরে আসায় সম্ভবত সঞ্জু স্যামসনকে বাইরে বসতে হতে পারে ।'

রাহানের সেরা বোলার

অজিঙ্ক রাহানে এশিয়া কাপের জন্য ভারতীয় দলে যশপ্রীত বুমরা এবং অর্শদীপ সিংহকে পছন্দের পেস বোলারের তালিকায় রেখেছেন । রাহানে বলেছেন যে, তিনি বুমরা এবং অর্শদীপকে একসঙ্গে বোলিং করতে দেখতে চান । রাহানে তাঁর প্রথম একাদশে কুলদীপ যাদবকেও জায়গা দিয়েছেন । কুলদীপ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজে প্লেয়িং ইলেভেন থেকে বাদ পড়েছিলেন ।   

ভারতের চূড়ান্ত একাদশ

রাহানে সঞ্জু স্যামসনের পাশাপাশি বরুণ চক্রবর্তীকেও প্রথম একাদশে জায়গা দেননি । অভিষেক এবং গিলকে ওপেনার বেছে নেওয়ার পর রাহানে তিলক বর্মাকে ৩ নম্বরে রেখেছেন । এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব এবং হার্দিক পাণ্ড্যকে ৪ ও ৫ নম্বরে জায়গা দেওয়া হয়েছে । উইকেটরক্ষক হিসেবে দলে জিতেশ শর্মাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যিনি ৬ নম্বরে ব্যাটিং করতে নামতে পারেন । এছাড়াও রাহানের পছন্দের দলে অক্ষর পটেল, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব এবং হর্ষিত রানাকে জায়গা দেওয়া হয়েছে ।