বেঙ্গালুরু: আদৌ কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)? চোটের জন্য় এই মুহূর্তে ইংল্য়ান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজে খেলছেন না বুমরা। এমনকী তার আগে টি-টোয়েন্টি সিরিজেও বুমরাকে দেখা যায়নি। বর্ডার গাওস্কর ট্রফিতে শেষবার দেখা গিয়েছিল বুমরাকে। পিঠের ব্যথার জন্যই ২২ গজ থেকে ছিটকে গিয়েছিলেন বুমরা। কিন্তু তাঁকে যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দলে রাখা হয়েছে। কিন্তু বুমরা কি আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন? আগামী ১১ ফেব্রুয়ারি মঙ্গলবারের মধ্যেই হয়ত পাকাপাকি জানা যাবে বুমরা আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন কি না তা। তাই আর বেশিদিন কিন্তু সময় নেই।


এই মুহূর্তে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে ফিটনেস চর্চা করছেন বুমরা। বিসিসিআইয়ের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে রয়েছেন ডানহাতি পেসার। রিপোর্ট অনুসারে বুমরার চোট থাকা সত্ত্বেও তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়া হয়েছে। আগামী কয়েকদিন বেঙ্গালুরুতেই থাকবেন তিনি। গত জানুয়ারির শেষের দিকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করেছিল বিসিসিআই। সে সময় অজিত আগরকর জানিয়েছিলেন, ''বুমরা চার-পাঁচ সপ্তাহ বিশ্রাম চেয়েছিলেন। ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে পাওয়া যাবে না। আমরা ওর ফিটনেস রিপোর্টের অপেক্ষায় রয়েছি।''


বিসিসিআইয়ের তরফে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের জন্য যে ১৬ জনের পরিবর্তিত দল ঘোষণা করা হয়েছে, সেখানে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী। দুরন্ত টি-টোয়েন্টি সিরিজ়ের পরই তাঁকে জাতীয় দলে ডাকা হয়েছে। তবে নীরবেই বুমরার নাম স্কোয়াড থেকেই সরিয়ে ফেলা হয়েছে। এমনিই তাঁর ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। উপরন্তু, তাঁর নাম এই সিরিজ়ের থেকে সরিয়ে নেওয়ার এবার কিন্তু রীতিমতো উদ্বেগ তৈরি হল।


দল নির্বাচনের পর বুমরার ফেরার বিষয়ে প্রধান নির্বাচক অজিত আগরকর নিশ্চিতভাবে কিছু না জানালেও, তিনি আশা জাগিয়েছিলেন যে ভারতের তারকা বোলার তৃতীয় ওয়ান ডেতে টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামতে পারেন। তবে সদ্য ঘোষিত নতুন দলে বুমরার নাম না থাকায় সেই সম্ভাবনা আর নেই।সম্প্রতি এক রিপোর্টে জানা গিয়েছে যে বুমরা যদি পুরো ফিট হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামতে পারেন, তবে তা 'মিরাক্যাল' হবে।


কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পরবর্তী চিকিৎসার জন্য নিউজিল্যান্ডে পাড়ি দিতে পারেন বুমরা। উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি।