ক্যান্ডি: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে আজ। আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপের (ODI World Cup 2023) জন্য ভারতের (Indian Cricket Team) প্রাথমিক ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে বিসিসিআইয়ের তরফে। আজই সেই প্রাথমিক দল ঘোষণা করার শেষ দিন ছিল। তবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দলে বদল ঘটানোর সুযোগ রয়েছে। ভারতের নির্বাচকপ্রধান অজিত আগরকরের (Ajit Agarkar) দাবি এটাই সবথেকে শক্তিশালী টিম ইন্ডিয়া দল যারা দলকে খেতাব জেতানোর ক্ষমতা রাখেন।


বিশ্বকাপ দল ঘোষণার পর আগরকর বলেন, 'আমরা বিশ্বকাপ নিয়ে বহু আগে থেকেই ভাবনাচিন্তা শুরু করেছিলাম। তবে বেশ কয়েকজন ক্রিকেটার চোটআঘাত পাওয়ায় আমাদের পরিকল্পনায় ব্যাঘাত ঘটে। তবে সৌভাগ্যবশত তারকারা সকলেই দীর্ঘমেয়াদি চোট সারিয়ে ফিট হয়ে গিয়েছে। কেএল রাহুল ফিট। আমরা ভারসাম্য বুঝেই দল নির্বাচন করেছি এবং এই দলই আমাদের বিশ্বকাপে জেতানোর জন্য সেরা বাজি।'


এশিয়া কাপের আগে নতুন চোটে কাবু হন কেএল রাহুল। সেই কারণেই এশিয়া কাপের গ্রুপ পর্বে খেলতে পারেননি তিনি। তবে বর্তমানে রাহুল সম্পূর্ণ ফিট বলেই জানান নির্বাচকপ্রধান। 'এই দলকেই আমরা বাছাই করেছি এবং চোট আঘাত ছাড়া এই দলে বদল ঘটানোও যাবে না। কেএল বেঙ্গালুরর ক্যাম্পে ছিল এবং সেখানে ভালভাবেই অনুশীলন করছিল। তবে এশিয়া কাপে শুরুর আগেই সামান্য চোট পায়। ও খুবই ভাল ক্রিকেটার এবং ও ফিট হয়ে দলে ফিরতে পারায় আমরা খুবই খুশি।' বলেন আগরকর।


তিনি আরও যোগ করেন, 'রাহুলসমেত আমাদের ১৭ জন মতো ক্রিকেটার রয়েছে এবং কিছু এদিক ওদিক হলে, তার জন্যও পরিকল্পনা তৈরি রয়েছে। আমরা এমন ১৫ জনকে নির্বাচিত করেছি যারা সাফল্য এনে দিতে পারেন। কেএল রাহুল শেষ দুইদিনে দুইটি ম্যাচ খেলেছে যেখানে ও ৫০ ওভার কিপিংও করেছে। ও মাঠে নামতে তৈরি। স্পিনারদের ক্ষেত্রে অনেক বিচার বিবেচনা করা হয়েছে। যারা সুযোগ পেয়েছেন, তারা দলে ব্যাটিং গভীরতা বাড়ায়। দলে একজন অফস্পিনার থাকলে ভাল হত বটে, তবে এই দলই আমাদের ভারসাম্য দেয়। যে সকল বোলাররা সুযোগ পেয়েছে, তাদের নিয়ে আমরা খুশি।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: গ্রুপ পর্বে না থাকলেও, সুপার ফোরে বাংলাদেশ দলে ফিরছেন লিটন দাস