লিডস: নিজের টেস্ট ক্রিকেট কেরিয়ারের শুরুটা অনেকটা স্বপ্নের মতোই করেছেন ইংল্যান্ডের তরুণ ব্যাটার হ্যারি ব্রুক (Harry Brook)। রবিবার, ৯ জুলাই তৃতীয় অ্যাশেজ টেস্টে (The Ashes 2023) তাঁর ব্যাটে ভর করেই এক স্মরণীয় জয় পেয়েছে ইংল্যান্ড দল। এই ম্যাচেই তিনি এক বিশ্বরেকর্ড গড়ে ফেললেন।


হেডিংলেতে তৃতীয় অ্যাশেজ টেস্টের চতুর্থ দিন ব্রুক ৭৫ রানের ইনিংস খেলেন। ২৫১ রান তাড়া করতে নেমে তিন উইকেটে জয় পায় ইংল্যান্ড। এই ইনিংসের সুবাদেই লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে হাজার রানের গণ্ডি পার করে ফেললেন ব্রুক। তিনি বলের নিরিখে দ্রুততম ব্যাটার হিসাবে টেস্টে হাজার রান পূর্ণ করলেন। এর আগে কলিন দে গ্র্যান্ডহোমের দখলে এই রেকর্ড ছিল। গ্র্যান্ডহোম ১১৪০ বলে ১০০০ টেস্ট রান করেছিলেন। ব্রুক ১০৫৮ বলেই হাজার রান করে সেই রেকর্ড ভেঙে দিলেন।


তালিকায় তৃতীয় স্থানে আরেক কিউয়ি তারকাই রয়েছেন। তিনি অবশ্য ব্যাটার নন, বরং কিউয়ি তারকা বোলার টিম সাউদি। সাউদি ১১৬৭ বলে ১০০০ টেস্ট রান করেছিলেন। তাঁর থেকে এক বল বেশি, ১১৬৮ বলে হাজার রান সম্পূর্ণ করে তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট। প্রসঙ্গত, ব্রুক একা নন, হেডিংলেতে ইতিহাস গড়েন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও। তিনি ধোনির সর্বকালীন রেকর্ড ভাঙলেন।


খুব বেশিদিন হয়নি স্টোকস ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব নিয়েছেন। তবে এর মধ্যে নিজেদের খেলার মাধ্যমে সকলেরই নজর কেড়েছে স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড। এই নিয়ে স্টোকসের দায়িত্ব নেওয়ার পর পঞ্চমবার ইংল্যান্ড লাল বলের ক্রিকেটে চতুর্থ ইনিংসে ২৫০-র অধিক রান তাড়া করে জিতল। এর আগে ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল টেস্টে চারবার ২৫০ বা তার অধিক রান তাড়া করে জিতেছিল। এবার স্টোকসের ইংল্যান্ড সেই রেকর্ড নিজেদের নামে করে ফেলল। স্টোকস ও ধোনির পর এই তালিকায় যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া ও ব্রায়ান লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ।


হেডিংলেতে ম্যাচ জিতে টেস্ট সিরিজ জয়ের আশা বজায় রেখেছে ইংল্যান্ড। আপাতত তাঁরা ২-১ পিছিয়ে রয়েছে। তবে পাঁচ ম্যাচের সিরিজের বাকি দুই ম্যাচ জিতে ইংল্যান্ড কিন্তু সিরিজ জিতে নিতেই পারে।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: আর্থিক টানাপোড়েন ? আজই বাড়িতে নিয়ে আসুন এই ছোট্ট জিনিস; দ্রুত হতে পারেন ধনী !