কলম্বো: প্রত্যাবর্তন ম্যাচেই দুরন্ত শতরান হাঁকালেন কেএল রাহুল (KL Rahul)। পাকিস্তানের (IND vs PAK) বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2023) সুপার ফোরের ম্যাচে ১০০ বলে নিজের সেঞ্চুরি পূরণ করলেন তিনি। কেন রাহুলকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এত উঁচু মাপের ক্রিকেটার মনে করেন, তার হাতেনাতে প্রমাণ পেলেন গোটা বিশ্বের ক্রিকেটভক্তরা।


আইপিএলের মাঝপথেই লখনউ সুপার জায়ান্টসের হয়ে ফিল্ডিং করার সময় চোট পান কেএল রাহুল। তারপর দীর্ঘ অপেক্ষা। চোট সারাতে লন্ডনে অস্ত্রোপ্রচারও করাতে হয়েছিল রাহুলকে। তারপর দীর্ঘ রিহ্যাব প্রক্রিয়া। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বহুদিন কাটান রাহুল। এশিয়া কাপের দলে সুযোগ পেলেও, ঠিক টুর্নামেন্ট শুরুর আগেও আবারও চোটের কবলে পড়েন তিনি। এশিয়া কাপের গ্রুপ পর্বে মাঠে নামা হয়নি তাঁর। চোটআঘাত সত্ত্বেও রাহুলকে কেন দলে রাখা হয়েছে, সেই নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছিলেন। শেষমেশ ব্যাট হাতেই সমালোচকদের যোগ্য জবাব দিলেন তিনি। 


 






শ্রেয়স আইয়ার চোট পাওয়ায় তাঁর একাদশে ঢোকা খানিকটা সহজ হয়ে গেলেও, রাহুলের ইনিংসে কিন্তু কোনওরকম ভাগ্যের সহায়তা ছিল না। ছিল শাসন এবং ক্লাস। রাহুল যখন ব্যাটে নামেন, তখন শতরানের ওপেনিং পার্টনারশিপের পর নাগাড়ে দুই ওপেনারকে হারিয়ে ফেলেছিল ভারত। প্রয়োজন ছিল ইনিংসের হাল ধরার। ঠিক সেটাই করেন তিনি। সঙ্গে পান কোহলি। প্রথমে খানিকটা দেখেশুনেই খেলছিলেন রাহুল। 


অর্ধশতরান পূরণ করতে তিনি ৬০ বল নেন। কিন্তু তারপরেই পরিস্থিতি বুঝে শুরু করেন আক্রমণ। ১০টি চার ও দুইটি ছক্কা হাঁকিয়ে ১০০ বলেই নিজের শতরান পূরণ করে ফেলেন তিনি। এটি ওয়ান ডেতে তাঁর ষষ্ঠ শতরান। এই ম্যাচেই রাহুল আবার ওয়ান ডে ক্রিকেটে নিজের দুই হাজার রানও সম্পূর্ণ করেন। ৫৫ ম্যাচে ৫৩ ইনিংসে ব্যাট করে রাহুল দুই হাজার রান সম্পূর্ণ করলেন। ওপেনিং থেকে মিডল অর্ডার, রাহুলের এই ভিন্ন ভিন্ন স্থানে ব্যাটিং করার দক্ষতা ও তাঁর উইকেটকিপিংই কিন্তু তাঁকে ভারতীয় দলের জন্য অপরিহার্য করে তোলে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: স্পেন সফরে লা লিগার সভাপতির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, উপস্থিত থাকবেন সৌরভও