Asia Cup 2023 Live: শেষ ওভারে কুলদীপের কেরামতি, পাকিস্তানকে ২২৮ রানে হারিয়ে ম্যাচ জিতল ভারত
Asia Cup 2023, IND Vs PAK Live Updates: প্রথম দিন বৃষ্টিতে খেলা থামার আগে পর্যন্ত ভারতীয় দল ২৪.১ ওভারে দুই উইকেটের বিনিময়ে ১৪৭ রান তুলেছিল।
পাকিস্তানকে ২২৮ রানে চুরমার করে এশিয়া কাপ ফাইনালের দিকে পা বাড়িয়ে রাখল রোহিত-ব্রিগেড
পাকিস্তানের বিরুদ্ধে ৮ ওভার হাত ঘুরিয়ে ২৫ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা কুলদীপ যাদব
কুলদীপ-জাদেজার স্পিনের ঝলক, পাকিস্তানকে ২২৮ রানে হারিয়ে এশিয়া কাপে ম্যাচ পকেটে পুরল ভারত
কুলদীপের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ইফতিকার আহমেদ। ৩৫ বলে ২৩ রান করে প্যাভেলিয়নে ফিরলেন ইফতিকার। পাকিস্তান ১১৯ রানে ৭ উইকেট
সুইপ করতে গিয়েই আউট সলমন। ৩২ বলে ২৩ রান করে জাদেজার বলে আউট হন তিনি।
কুলদীপের বলের জাদুতে উড়ল জামানের মিডলস্ট্যাম্প। ৫০ বলে ২৭ রান করে আউট পাক ক্রিকেটার
ভারতকে তৃতীয় সাফল্য এনে দিলেন শার্দুল ঠাকুর। ম্যাচ থামার আগেই বাবর আজম আউট হয়েছিলেন। ম্যাচ শুরু হওয়ার পর প্রথম ওভারেই পাকিস্তান ব্যাটিংয়ের আরেক ভরসা মহম্মদ রিজওয়ানও মাত্র দুই রানে ফিরলেন। ৪৭ রানে তিন উইকেট হারাল পাকিস্তান।
ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর। কলম্বোয় বৃষ্টি আপাতত থেমেছে। মাঠ থেকে সরানো হচ্ছে কভার।
আবারও বিঘ্ন ঘটাল বৃষ্টির। বন্ধ করতে হল খেলা। ম্যাচ সম্পূর্ণ হওয়ার জন্য এখনও অন্তত নয় ওভার ব্যাট করতে হবে পাকিস্তানকে। আপাতত তাঁদের স্কোর ১১ ওভারে দুই উইকেটের বিনিময়ে ৪৪। ২০ ওভারের ম্যাচ হলে পাকিস্তানের টার্গেট ১৮৭ রান।
দুরন্ত ইনসুইংয়ে বাবর আজমের উইকেট ছিটকে দিলেন হার্দিক পাণ্ড্য। ১০ রানে আউট হলেন বাবর। পাকিস্তানের জন্য এটি বড় ধাক্কা। ৪৩ রানেই দুই উইকেট হারিয়ে ফেলল তারা।
ভারতকে ইনিংসের প্রথম সাফল্য এনে দিলেন যশপ্রীত বুমরা। নয় রানে ফেরালেন ইমাম উল হককে। ১৭ রানে প্রথম উইকেট হারাল পাকিস্তান।
দুই ওভারের শেষে পাকিস্তান বিনা উইকেটে ১১ রান যোগ করেছেন। ফখর এখনও খাতা খুলতে না পারলেও ইমাম ৫ রানে ব্যাট করছেন।
বিরাট কোহলি ও কেএল রাহুলের দুরন্ত পার্টনারশিপে ভর করে পাকিস্তানের বিরুদ্ধে দুই উইকেটে ৩৫৬ রান তুলল ভারত। ছক্কা হাঁকিয়ে ইনিংস শেষ করলেন বিরাট কোহলি।
কোহলি ও রাহুল উভয়েই দুরন্ত শতরান হাঁকালেন। কোহলি ৮৪ বলে ও রাহুল ১০০ বলে শতরান পূরণ করেন। ৪৮ ওভার শেষে ভারতের স্কোর ৩৩০/২।
৪৫তম ওভারে ৩০০ রানের গণ্ডি পার করল ভারতীয় দল। শতরানের দোরগোড়ায় রাহুল। তিনি ৯৫ ও কোহলি ৮৩ রানে ব্যাট করছেন।
ইফতিকারের বিরুদ্ধে দুরন্ত ছন্দে বিরাট কোহলি। ৪৩ ওভারে উঠল ১৬ রান। কোহলি ৭৬ ও রাহুল ৮২ রানে ব্যাট করছেন। ৪৩ ওভার শেষে ভারতের স্কোর ২৮০/২।
দীর্ঘ অপেক্ষার পর দুরন্ত কামব্যাক। নিজের প্রত্যাবর্তন ম্যাচে মাঠে নেমেই দুরন্ত ছন্দে কেএল রাহুল। ৬০ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন তিনি। ১০১ বলে কোহলির সঙ্গে মিলে শতরানের পার্টনারশিপও গড়ে ফেললেন তিনি। ৩৫ ওভার শেষে ভারতের স্কোর ২২৫/২।
দুরন্ত শুরুর পর নাগাড়ে দুই ওভারে রোহিত ও শুভমন দুই ওপেনারই সাজঘরে ফেরেন। তবে তৃতীয় উইকেটে রাহুল ও কোহলি ইনিংসের হাল ধরেছেন। দুইজনে অর্ধশতরানের পার্টনারশিপ গড়ে ফেলেছেন। ৩০ ওভার শেষে ভারতের স্কোর ১৭৫/২। রাহুল ৩১ ও কোহলি ২২ রানে ব্যাট করছেন।
অবশেষে শুরু হল ম্যাচ। আর প্রথম ওভার শেষেই ১৫০ রানে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। রাহুল ১৯ ও কোহলি নয় রানে ব্যাট করছেন। তবে পাকিস্তানের দুর্ভাগ্য যে দলের তারকা বোলার হ্যারিস রউফ পেশিতে টান পাওয়ায় আজ খেলতে নামেনি।
৪টে ৪০ নাগাদ ম্যাচ শুরু হতে চলেছে। বৃষ্টির জন্য খেলা নির্ধারিত সময়ে শুরু করা না হলেও, ওভারের ঘাটতি হয়নি। ২৪.১ ওভার থেকেই শুরু হবে খেলা। ভারতের হয়ে মাঠে নামবেন কোহলি, রাহুল।
বৃষ্টি বর্তমানে সম্পূর্ণ থেমে গিয়েছে। আম্পায়াররা মাঠে নেমে ভারতীয় কোচ দ্রাবিড়ের সঙ্গে কিছু কথা বলেন। দ্রাবিড় সাজঘরে গিয়ে কোহলিকে কিছু বার্তা দেন। কোহলি থ্রো-ডাউন নেওয়া শুরু করেছেন। অর্থাৎ ম্যাচ শীঘ্রই শুরু হতে পারে।
ম্যাচ হওয়ার জন্য দুই দলকে অন্তত ২০ ওভার ব্যাট করতে হবে। বৃষ্টির থামার পর পাকিস্তানের সামনে রাত ১০.৩৬ নাগাদও ব্যাটিং করতে নামতে পারে। তারপরেও ম্য়াচ শুরু না হলে খেলা ভেস্তে যাবে। দুই দল এক, এক পয়েন্ট ভাগ করে নেবে।
যথারীতি নির্দিষ্ট সময়ে ম্যাচ শুরু গেল না। তবে আপাতত বৃষ্টি থেমেছে। ক্রিকেটাররা ডাগ আউটে এসে বসেছেন। তবে মাঠ কভারে ঢাকা ও জলমগ্ন। খেলা শুরু করতে বেশ খানিকটা সময় লাগবে বলে মনে হচ্ছে।
রিজার্ভ ডেতেও শুরু থেকেই বৃষ্টির দাপট। গোটা মাঠ আপাতত ঢাকা রয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
প্রেক্ষাপট
কলম্বো: এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাক ম্যাচের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। রিজার্ভ ডে-তে গড়ায় ম্যাচ। গ্রুপ পর্বেও এই দুই দলের খেলাও ভেস্তে দিয়েছিল বৃষ্টি। কাল খেলা শুরু হওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের ২৪.১ ওভার পর্যন্ত খেলা চললেও এরপরই বৃষ্টি নামে মুষলধারে। এরপর বৃষ্টি কমলেও মাঠের অবস্থা এতটাই বাজে ছিল যে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। কাল যেখানে খেলা শেষ হয়েছে, আজ ঠিক সেখান থেকেই খেলা শুরু হবে।
এদিন বৃষ্টি নামার পর কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে পুরোপুরি গোটা মাঠ কভারে ঢেকে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ জোরে বৃষ্টি হয়। ফলে কভারের উপরে জল জমে গিয়েছিল। বৃষ্টি থামলে সেই জল সরাতে হিমশিম খেতে হয় মাঠকর্মীদের। বৃষ্টি থামার পরে মাঠের কিছু জায়গার অবস্থা ভীষণই খারাপ ছিল। বেশ কিছু জায়গায় জল জমে গিয়েছিল। আম্পায়াররা বারবার মাঠ পরিদর্শনের পর দু'দলের ক্রিকেটারদের জানান যে রাত ৯টায় ম্যাচ শুরু করা গেলে ৩৪ ওভারের ম্যাচ আয়োজন করতে হবে। তবে ফের বৃষ্টি শুরু হয়। ফলে আর আম্পায়াররা ঝুঁকি নেননি। শেষ পর্যন্ত খেলা পুরোপুরি স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -