লাহোর: চলতি এশিয়া কাপের (Asia Cup 2023) ষষ্ঠ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে (AFG vs SL) প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটের বিনিময়ে ২৯১ রান তুলল শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস (Kusal Mendis) দ্বীপরাষ্ট্রের হয়ে সর্বাধিক ৯২ রান করেন। দুনিথ ওয়ালালাগে ও মাহিশ থিকসানা অষ্টম উইকেটে শ্রীলঙ্কার হয়ে ৬৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে দলকে ৩০০ রানের কাছাকাছি পৌঁছে দেন।


এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। দলের দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও পাথুম নিসাঙ্কা দ্বীপরাষ্ট্রের হয়ে শুরুটা বেশ ভালই করেন। দুই ওপেনার ৮.২ ওভারেই শ্রীলঙ্কাকে ৫০ রানের গণ্ডি পার করান। আফগানিস্তানের হয়ে প্রথম সাফল্য এনে দেন গুলবদিন নাইব (Gulbadin Naib)। তাঁর মন্থর গতির বল বুঝতে না পারে কভারে সহজ ক্যাচ দেন করুণারত্নে। ৩২ রানে আউট হন তিনি। নিসাঙ্কাও ব্যক্তিগত অর্ধশতরানের দোরগোড়ায় সাজঘরে ফেরেন। তাঁকেও ৪১ রানে আউট করেন নাইব।


গত ম্যাচে ভাল পারফরম্যান্স করা সাদিরা সামারাবিক্রমাও এদিন ব্যাট হাতে ব্যর্থ। তাঁকে তিন রানে ফিরে ম্যাচের তৃতীয় সাফল্য পান নাইব। পরপর তিন উইকেট হারিয়ে বেশ খানিকটা চাপেই পড়ে যায় শ্রীলঙ্কা। তবে দলকে এই পরিস্থিতি থেকে রক্ষা করেন মেন্ডিস ও চরিথ আসালঙ্কা। দুইজনে মিলে শতরানের পার্টনারশিপ গড়েন। তবে নিজের বোলিংয়ে দুরন্ত ক্যাচ ধরে আসালঙ্কাকে ৩৬ রানে সাজঘরে ফেরান রশিদ খান। কুশল মেন্ডিস দুরন্তভাবে নিজের শতরানের দিকে এগোচ্ছিলেন। তবে দুর্ভাগ্যবশত শতরানের গণ্ডি পার করার আগেই ৯২ রানে রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় মেন্ডিসকে।


অধিনায়ক শানাকা (৫) ও ধনঞ্জয় ডি সিলভা (১৪) বড় রান করতে পারেননি। ২২৭ রানে সাত উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। আফগান বোলাররা লঙ্কান ইনিংসকে ২৫০ রানের নীচে সমাপ্ত করারই পরিকল্পনা করছিলেন। তবে সেই আশায় জল ঢেলে দেন ওয়ালালাগে ও থিকসানা। প্রথমে কিছুটা ধরে ও পরে সময় বুঝে বেশ কয়েকটি বড় শট মেরে দলকে ২৯১ রান তুলতে সাহায্য করেন এই দুই তরুণ ক্রিকেটার। ইনিংসের শেষ বলে নাইব ২৮ রানে থিকসানাকে আউট করলেও, ৩৩ রানে অপরাজিত থাকেন ওয়ালালাগে। নাইব আফগানদের হয়ে সর্বাধিক চার উইকেট নেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: অবশেষে চোট সারিয়ে সম্পূর্ণ ফিট, বিসিসিআই, এনসিএ-কে ধন্যবাদ জানালেন রাহুল