মুম্বই: সদ্যই আসন্ন এশিয়া কাপের জন্য ভারতের ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে। সেখানে যেমন শুভমন গিল ও যশপ্রীত বুমরার ভারতীয় টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন ঘটেছে, তেমনই আবার একাধিক বড় তারকাও বাদ পড়েছেন। মহম্মদ সিরাজ, কেএল রাহুল ও শ্রেয়স আইয়ারের মতো তারকারা স্কোয়াডে জায়গা পাননি। দলের রিজার্ভ ঠাঁই হয়েছে ওয়াশিংটন সুন্দর ও যশস্বী জয়সওয়ালের। দল বাছাইয়ের এই সিদ্ধান্তগুলি নিয়ে মুখ খুললেন নির্বাচক প্রধান অজিত আগরকর।

আগরকর ওয়াশিংটন সুন্দরের বাদ পড়ার কারণ হিসাবে স্পষ্ট জানান বাকি স্পিনাররা ভাল পারফর্ম করায় সুন্দরের মূল দলে জায়গা হয়নি। তবে তিনি দলের পরিকল্পনায় রয়েছেন। সাংবাদিক বৈঠকে তাঁকে বলতে শোনা যায়, 'ওয়াশি আমাদের পরিকল্পনায় রয়েছে। এটাই তো আর বিশ্বকাপের জন্য ঘোষিত শেষে দল নয়। আসলে কুলদীপ, বরুণ, অক্ষররা বেশ খানিকটা সময় ধরে দলের সঙ্গে রয়েছে। প্রয়োজন হলে তখন তো সুন্দর দলে ফিরতেই পারে। রিঙ্কুকে বাড়তি ব্যাটার হিসাবে আমাদের প্রয়োজন ছিল। স্য়ামসন ও জিতেশ দলের দুই উইকেটকিপার।'

শ্রেয়স আইয়ারের দল থেকে বাদ পড়াটা যে তাঁর কোনও দোষের কারণে হয়নি, সেটাও বুঝিয়ে দেন তিনি। 'আমি আজ কেবল টি-টোয়েন্টির কথা বলতে পারি। জয়সওয়ালের ক্ষেত্রে বিষয়টা দুর্ভাগ্যজনক। অভিষেক (শর্মা) তো ভাল পারফর্ম করেছে এবং পাশাপাশি ও বোলিংটাও করতে পারে। এদের মধ্যে তো একজনকে বসতেই হত। জয়সওয়ালকে ওর সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। শ্রেয়সের ক্ষেত্রেও বিষয়টা এক। এতে ওর কোনও দোষ নেই, আমারও কিন্তু দোষী নই।' বলেন আগরকর। স

মাস কয়েক আগেই শুভমন গিলকে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল। তিনি ইতিমধ্যেই ওয়ান ডে দলে রোহিতের সহ-অধিনায়ক। প্রায় এক বছর পরে তিনি ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরলেও তাঁকে সরাসরি সহ-অধিনায়ক ঘোষণা করা হয়। এক্ষেত্রে ইংল্যান্ডে গিলের পারফরম্যান্স প্রভাব ফেলেছে বলে মেনে নিচ্ছেন অজিত। তিনি বলেন, 'গিলের মধ্যে আমরা একজন নেতার সমস্ত গুণ দেখতে পাই। ইংল্যান্ডে তো ও সমস্ত প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। এটা আমাদের জন্য দারুণ সংকেত।'   

এশিয়া কাপের জন্য ঘোষিত ভারতীয় দল:-

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, যশপ্রীত বুমরা, হর্ষিত রানা এবং রিঙ্কু সিংহ 

রিজার্ভ:-

ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর