মুম্বই: ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু প্রথম একাদশে সুযোগ পাননি। এখনও পর্যন্ত টেস্ট ফর্ম্য়াটে দেশের জার্সিতে মাঠে নামার সুযোগ হয়নি। কিন্তু টি-টােয়েন্টি ফর্ম্য়াাটে দেশের জার্সিতে এখন অটোমেটিক চয়েস অর্শদীপ সিংহ (Arshdeep Singh)। আগামী এশিয়া কাপও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে খেলা হবে। আর সেই টুর্নামেন্টেই নতুন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে তরুণ পেসার।

Continues below advertisement


অর্শদীপ এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে আন্তর্জাতিক ক্রিকেটে ৯৯ উইকেট নিয়েছেন। আর একটি উইকেট নিতে পারলেই প্রথম ভারতীয় বোলার হিসেবে এই ফর্ম্য়াটে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করবেন। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিলেন অর্শদীপ। ভারতের সর্বাধিক উইকেট সংগ্রাহক ছিলেন বাঁহাতি এই তরুণ পেসার। অর্শদীপের ঝুলিতে এসেছিল ১৭ উইকেট।  


ভারতীয় বোলারদের মধ্য়ে যুজবেন্দ্র চাহাল এই মুহূর্তে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি কুড়ির ফর্ম্য়াটে। তিনি ৯৬ উইকেট নিয়েছেন দেশের জার্সিতে। এরপর হার্দিক পাণ্ড্য রয়েছেন ৯৪ উইকেট নিয়ে। তবে এই তালিকায় সবার ওপরে রয়েছেন প্রাক্তন কিউয়ি তারকা পেসার টিম সাউদি। তিনি ১৬৪ উইকেট নিয়েছেন। 


২০২৪ সাল থেকে এশিয়া মহাদেশের ক্রিকেটারদের মধ্যে ডেথ ওভারে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অর্শদীপ সিংহের। তিনি ১৮ ইনিংসে ১৮ উইকেট নিয়েছেন। এছাড়া দ্বিতীয় স্থানে তাসকিন আহমেদ। তিনি ১৮ ইনিংসে ১৭ উইকেট নিয়েছেন। ২০ ইনিংসে বাংলাদেশের ১৫ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার মাহিস থিকসানা ১৫ ইনিংসে ১০ উইকেট নিয়েছেন। আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা এশিয়া কাপের। যা শেষ হবে ২৮ সেপ্টেম্বর।



আগামী বছরে ফের ভারত-ইংল্য়ান্ড সিরিজ


২০২৬ সালে ইংল্যান্ডের মাটিতে আসলে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ান ডে ম্য়াচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। প্রথম টি-টোয়েন্টি ম্য়াচটি হবে আগামী ১ জুলাই। চেস্টার লি স্ট্রিটে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচ হবে। আগামী ১ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৪ জুলাই ম্য়াঞ্চেস্টারে খেলা হবে। এরপর ৭ জুলাই নটিংহ্যাম, ৯ জুলাই ব্রিস্টলে ও ১১ জুলাই সাদাম্পটনে শেষ তিনটি টি-টোয়েন্টি ম্য়াচ হবে। টি-টোয়েন্টি সিরিজের পরই ওয়ান ডে সিরিজ শুরু হয়ে যাবে। তিনটি ওয়ান ডে ম্য়াচ খেলবে ভারত ও ইংল্যান্ড। আগামী ১৪ জুলাই বার্মিংহ্যামে, ১৬ দুলাই কার্ডিফে ও ১৯ জুলাই লর্ডসে তৃতীয় ওয়ান ডে ম্য়াচ হবে।