দুবাই: 'ফাইনাল ম্য়াচ, ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং?' প্রথম লাইনটা পড়েই কিছু মনে পড়ে গেল তাই তো? ২০২৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এরপর বাংলাদেশের এক টিভি উপস্থাপক আন্দ্রে রাসেল, সুনীল নারাইনদের প্রশ্ন করেছিলেন এটি। যার অর্থই বুঝতে পারেননি ক্যারিবিয়ান ২ ক্রিকেটার। যা পরবর্তীতে ভাইরাল মিম হয়ে যায়। বিভিন্ন টুর্নামেন্টের ফাইনালের শেষে এই লাইনটি নিয়ে মজা করা হয়। এবার এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মত খেতাব জিতেছে ভারতীয় ক্রিকেট দল। আর ম্য়াচে জয়ের নায়ক তিলক বর্মাকেও এই প্রশ্ন করা হল। তবে কোনও সাংবাদিক নয়, এই প্রশ্ন করলেন তিলকেরই সতীর্থ, জাতীয় দলের তরুণ বাঁহাতি পেসার অর্শদীপ সিংহ।
উল্লেখ্য, ম্য়াচে ৫৩ বলে ৬৯ রানের অপরাজিত অর্ধশতরান করেছিলেন তিলক বর্মা। ১০ রানে যখন ২ উইকেট পড়ে যায়, তখন মাঠে নেমেছিলেন তিলক। আর ম্য়াচ জিতিয়ে মাঠ ছাড়লেন তরুণ ব্যাটার। খেলার পর ভারতের সহ অধিনায়ক শুভমন গিল সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেই সময় তাঁকে প্রশ্ন করা হয় ২০ রানের মধ্যে তিন উইকেট পড়ে যাওয়ার পর ভারতীয় সাজঘরের পরিস্থিতি, কথোপকথন কেমন ছিল। ঠিক সেই সময়ই জবাবে পাকিস্তানের নাম উল্লেখ করতে গিয়েও নিজেকে আটকে ওঁরা বলে প্রতিপক্ষকে সম্বোধন করেন গিল। তিনি বলেন, 'আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম ম্যাচটা যতটা সম্ভব গভীরে নিয়ে যেতে হবে। লক্ষ্যটা খুব বড় ছিল না, তবে ওই চাপটা সামলানো দরকার ছিল। সঞ্জু এবং তিলকের ওই পার্টনারশিপের পর দুবের বড় বড় ছক্কাগুলি খুবই গুরুত্বপূর্ণ ছিল। ফাইনালে ওদের (পাকিস্তান বলতে গিয়ে খানিক থেমে) বিরুদ্ধে শেষ তিন ওভারে ৩০ রান বাকি থাকলেও আমরা ঘাবড়ে যাইনি। এখানের বাউন্ডারিগুলিও বেশ বড়, ছক্কা মারতে ঠিকঠাক সংযোগ হওয়া দরকার। তবে ওরা (তিলক ও দুবে) যেভাবে ব্যাট করল, দলকে ওরা জিতিয়েই ফেরে।'