দুবাই: এশিয়া কাপে (Asia Cup) ভারত ও পাকিস্তানের (India vs Pakistan) মধ্যে ম্যাচ রবিবার, ১৪ই সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে। এই ম্যাচের জন্য এখনও টিম ইন্ডিয়ার একাদশ ঘোষণা হয়নি। ভারতীয় দলে এমন পাঁচজন খেলোয়াড় আছেন, যাঁরা পাকিস্তানের বিরুদ্ধে আজ পর্যন্ত একটিও ম্যাচ খেলেননি। ১৪ই সেপ্টেম্বর হতে চলা ম্যাচে এই খেলোয়াড়দের পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ আসতে পারে।

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন এই খেলোয়াড়রা!

ভারত ও পাকিস্তানের মধ্যে ২০১২-১৩ সাল থেকে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি। এই দুটি দলের মধ্যে ক্রিকেট ম্যাচ কেবল আন্তর্জাতিক (ICC) এবং এশীয় (ACC) ইভেন্টগুলিতেই হয়। এই কারণে ভারতের দলে অন্তর্ভুক্ত হওয়া তরুণ খেলোয়াড়রা এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে কোনও ম্যাচ খেলেননি। এই খেলোয়াড়দের মধ্যে ভারতের ওপেনিং ব্যাটসম্যান অভিষেক শর্মা, উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মার নাম এই তালিকায় অন্তর্ভুক্ত। এদের সঙ্গে তিলক বর্মা এবং রিঙ্কু সিংহ পাকিস্তানের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনও ম্যাচ খেলেননি।   

 

ভারতের এই পাঁচজন খেলোয়াড়ের মধ্যে তিনজন প্লেয়ার এশিয়া কাপের প্রথম ম্যাচে একাদশে ছিলেন। অভিষেক শর্মা, তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন UAE-এর বিরুদ্ধে ভারতের একাদশে অন্তর্ভুক্ত ছিলেন। যদি টিম ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে কোনও পরিবর্তন না করে, তবে এই খেলোয়াড়রা পাকিস্তানের বিরুদ্ধে তাঁদের কেরিয়ারের প্রথম ম্যাচ খেলবেন। অন্যদিকে, রিঙ্কু সিংহ এবং জিতেশ শর্মাকে অপেক্ষা করতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের প্লেয়িং ইলেভেনের ঘোষণা ১৪ই সেপ্টেম্বর ম্যাচের আগেই করা হতে পারে।

গিল এবং কুলদীপ খেলেননি টি-২০

এশিয়া কাপ ২০২৫ টি-২০ ফর্ম্যাটে হচ্ছে। অন্যদিকে ভারতীয় দলে শুভমন গিল এবং কুলদীপ যাদব এমন দুজন খেলোয়াড় আছেন, যাঁরা পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলেছেন, কিন্তু টি-টোয়েন্টিতে এর আগে পাকিস্তানের সঙ্গে কখনও মুখোমুখি হননি। ১৪ই সেপ্টেম্বর গিল এবং কুলদীপ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারেন।