মুম্বই: আসন্ন এশিয়া কাপের (Asia Cup 2025) জন্য ভারতীয় দল (Asia Cup India Squad Announcement Date) ঘোষণা হওয়ার কথা ১৯ অগাস্ট । প্রধান নির্বাচক অজিত আগরকর প্রেস কনফারেন্স করে টিম ইন্ডিয়ার ঘোষণা করবেন । যেহেতু এবারের এশিয়া কাপ টি ২০ ফর্ম্যাটে খেলা হবে, তাই ভারতীয় দলে কে থাকবে আর কে থাকবে না, তা নিয়ে প্রচুর আলোচনা চলছে । এবার টিম ইন্ডিয়ার এক প্রাক্তন নির্বাচক ভারতীয় দলের কম্বিনেশন থেকে রিঙ্কু সিংহের বাদ পড়ার ভবিষ্যদ্বাণী করেছেন ।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, টিম ইন্ডিয়ার এক প্রাক্তন নির্বাচক বলেছেন যে, প্রায়শই শোনা যায় যে কোনও বিশেষ খেলোয়াড়কে দলে আনা উচিত, তবে এটা বলা হয় না যে কার পরিবর্তে তাঁকে আনা উচিত । এই প্রাক্তন নির্বাচক শ্রেয়স আইয়ারের উদাহরণ দিয়েছেন, যিনি ১৮০-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেন। কিন্তু প্রথম চারে ব্যাটিং করেন । দলে শ্রেয়সের জায়গা কোথায় এবং যদি শুভমন গিলকে দলে আনতে হয়, তাহলে নির্বাচন কমিটি কোন কৌশল নেবে ?          

শুভমন গিলের নির্বাচন কঠিন        

নাম প্রকাশ করা যাবে না, সেই শর্তে এই প্রাক্তন নির্বাচক বলেছেন, "ভারতীয় টি-২০ দলে প্রথম পাঁচজনের পরিবর্তন না করে শুভমন গিলের জায়গা হয় না । তবে শুভমন গিল টেস্ট দলের অধিনায়ক, আইপিএলেও নেতৃত্ব দেয়, ওকে বাইরে বসানো যায় না । আমার মনে হয়, এখানে রিঙ্কু সিংহকে বাদ দেওয়া যেতে পারে কারণ কিছু প্রথম সারির ব্যাটসম্যান দলে ওর চেয়ে বেশি গুরুত্ব রাখে । আমরা এখনও যশস্বী জয়সওয়ালের বিষয়ে কোনও কথা বলছি না ।"

রিঙ্কু সিংহকে যদি বাদ দেওয়া হয়, তাহলে শুভমন গিলের মতো কোনও শীর্ষস্থানীয় ব্যাটসম্যানের আগে শিবম দুবে এবং নীতীশ কুমার রেড্ডির মতো ২ জন ফাস্ট বোলিং অলরাউন্ডারের নাম বিবেচনা করতে হতে পারে নির্বাচকদের । সেই সঙ্গে রিঙ্কুর পরিবর্তে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে জিতেশ শর্মাও ফিনিশারের ভূমিকা পালন করতে পারেন । তাই তাঁর বিকল্পও খোলা রয়েছে ।